ইউএস ওপেনের শিরোপা জিতলেন ওসাকা
ইউএস ওপেনে নারী এককের শিরোপা জিতে নিয়েছেন জাপানি নাওমি ওসাকা। ফাইনালে বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কাকে ২-১ সেটে হারিয়েছেন ওসাকা।
এ নিয়ে ক্যারিয়ারে তৃতীয় গ্রান্ড স্লাম জিতলেন জাপানি তারকা। ফাইনাল ম্যাচে দুর্দান্ত কামব্যাক করেছেন জাপানের ওসাকা। প্রথম সেটে তিনি আজারেঙ্কার কাছে বাজে ভাবে হেরে যান।
বেলারুশ তারকা ওসাকাকে হারিয়ে দেন ৬-১ গেমে। পরের দুই সেটে আধিপত্য দেখিয়ে জিতেছেন নাওমি ওসাকা। প্রথমটাতে ৬-৩ গেমে জিতে ফেরেন সমতায়। শেষ সেটেও তার জয় একই ব্যবধানে।
ওসাকা ক্যারিয়ারে দ্বিতীয় ইউএস ওপেনের সাথে তৃতীয় গ্রান্ড স্লাম জয়ের স্বাদ পেলেন। তার এই কামব্যাক ভেঙেছে ২৬ বছরের এক রেকর্ড।
১৯৯৪ সালের পর থেকে ইউএস ওপেনের ফাইনালে প্রথম সেট হারের পর আর কেউই চ্যাম্পিয়ন হতে পারেনি। সেই কাজটাই করে দেখালেন তিনি। সাথে ক্যারিয়ারে প্রথম তিন গ্রান্ড স্লামের ফাইনালে উঠে সব কয়টিতেই জয়ের দেখা পেয়েছেন ওসাকা।