ধর্ম ও জীবন

ইউরোপ-আমেরিকায় শুক্রবার প্রথন রোজা

অ্যাস্ট্রোনমিকাল ক্যালক্যুলেশন বা জ্যোর্তিবিজ্ঞানের গণনা অনুসারে উত্তর আমেরিকা ও ইউরোপের মুসলমানরাসহ এশিয়া ও আফ্রিকার ইসলামিক দেশগুলো ২৪ এপ্রিল শুক্রবার রোজা পালনের মাধ্যমে পবিত্র রমজানকে স্বাগত জানাবে। এ দিন তারা প্রথম রোজা পালন করবে।

১৪৪১ হিজরির রমজান মাসের প্রথম দিন হবে ২৪ এপ্রিল শুক্রবার। এ দেশগুলোতে বৃহস্পতিবার রাতেই শুরু হবে তারাবিহ নামাজ। ফতোয়া কাউন্সিল অব নর্থ আমেরিকা (এফসিএনএ) এক বিবৃতিতে অ্যাবাউটইসলামডটকমকে জানিয়েছে। রমজানের চাঁদ ২৩ এপ্রিল জন্ম নিবে বলেও জানিয়েছে তারা।

ফতোয়া কাউন্সিল আরো জানায় যে, ২৩ এপ্রিল শুরু সার্বজনিন সময় ২ টা ২৭ মিনিটে নতুন চাঁদ দেখা যাবে। এদিন সূর্যাস্তের সময় উত্তম ও দক্ষিণ আমেরিকার যে কোনো স্থানে সূর্যের ৪ থেকে ৫ ডিগ্রি উপরে চাঁদ অবস্থান করবে।

ইউরোপিয়ান কাউন্সিল অব ফতোয়া অ্যান্ড রিসার্চ (ইসিএফআর) চাঁদের উৎপত্তিস্থল, সময়ের ব্যাপারে নর্থ আমেরিকার ফতোয়া কাউন্সিলের দেয়া তথ্য সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছে।

এদিকে এশিয়া ও আফ্রিকা মহাদেশের অধিকাংশ ইসলামিক দেশগুলোও ২৪ এপ্রিল শুক্রবার রমজান শুরু হবে বলে জানিয়েছে। দেশগুলোর অ্যাস্ট্রোনমি সেন্টার এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা ইকনার তথ্য মতে, ‘ইসলামিক দেশগুলো ইন্টারনেটে অ্যাস্ট্রোনমি সেন্টার ঘোষণা করেছে যে, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার চাঁদ দেখা গেলে শুক্রবার রমজান মাস শুরু হবে।

বিবৃতিতে তারা আরও জানিয়েছে যে, অধিকাংশ ইসলামিক দেশে গত ২৬শে মার্চ শাবান মাসের চাঁদ দেখা গিয়েছিল। ফলে এ দেশগুলোতে বৃহস্পতিবার সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাবে।

ইসলামিক দেশগুলোর মধ্যে রয়েছে-
ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনেই, ভারত, পাকিস্তান, ওমান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, জর্ডান, সিরিয়া, লিবিয়া, আলজেরিয়া, মরক্কো, মৌরিতানিয়াসহ আফ্রিকার অধিকাংশ অ-আরব ইসলামি দেশগুলো রয়েছে এ তালিকায়।

এছাড়াও তুরস্ক, ইরাক, মিশর এবং তিউনিসিয়াসহ বেশ কয়েকটি দেশে শাবান মাস শুরু হয়েছিল ২৬ মার্চ। ফলে এসব দেশে ২২ এপ্রিল বুধবারই রমজানের চাঁদ দেখা যাবে বলে জানা যায়।

সর্বোপরি কথা হলো-
রমজানের রোজা চাঁদ দেখার ওপর নির্ভরশীল। চাঁদ দেখা সাপেক্ষে রমজানের রোজা শুরু হবে। বাংলাদেশে ২৪ এপ্রিল মোতাবেক ২৯ শাবান যদি চাঁদ দেখা যায় তবে ২৫ এপ্রিল শনিবার হবে প্রথম রোজা।

২৪ তারিখ চাঁদ না দেখা গেলে ২৫ এপ্রিল শনিবার শাবান মাস পূর্ণ হবে। আর রোজা শুরু হবে ২৬ এপ্রিল রোববার। বাংলাদেশে রোজা কবে শুরু হবে তা নিশ্চিত হতে ২৪ এপ্রিল শুক্রবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − nine =

Back to top button