আইন ও বিচার

ইকবালের হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি চাইলেন তার মা

পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখা ব্যক্তিকে সিসি টিভি ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে। ওই ব্যক্তির নাম ইকবাল হোসেন। এ ঘটনায় ইকবালের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তার মা বিবি আমেনা। তবে এখনো তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

তিনি গণমাধ্যমে জানিয়েছেন, ‘ইকবাল মানসিকভাবে অসুস্থ। কিছুদিন আগেই বখাটেপনার কারণে গণপিটুনির শিকার হন ইকবাল। এর পর থেকে তার আচরণে সবাই অতিষ্ঠ। সে বিভিন্ন সময় রাস্তাঘাটে মানুষকে হয়রানি করত।’

তিনি আরো বলেন, ‘ইকবাল গোসলখানায় দরজা বন্ধ করে ইয়াবা সেবন করত। ইকবাল মাজারে মাজারে থাকত। বিভিন্ন সময় আখাউড়া মাজারে যেত। কুমিল্লার বিভিন্ন মাজারেও তার যাতায়াত ছিল। পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে। ইকবালকে পেলে আপনারা বিচার করবেন। এই সন্তানের জন্য আমার পরিবারটা শেষ হয়ে গেছে।’

গতকাল বুধবার (২০ অক্টোবর) সিসিটিভি ফুটেজ দেখে ইকবালকে শনাক্তের কথা জানায় পুলিশ। অভিযুক্ত ইকবাল কুমিল্লা মহানগরীর ১৭ নম্বর ওয়ার্ডের দ্বিতীয় মুরাদপুর লস্করপুকুরপাড় এলাকার নূর আহম্মদ আলমের ছেলে।

এদিকে স্থানীয়দের বক্তব্য, ‘মানসিক ভারসাম্যহীন ইকবাল একা এ কাজ করেননি, তাকে দিয়ে কেউ করিয়েছে।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, ইকবাল মোবাইল ব্যবহার না করা ও ঘন ঘন স্থান পরিবর্তন করায় তাকে ধরতে বেগ পেতে হচ্ছে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + sixteen =

Back to top button