ইজরায়েলকে আবর লীগের হুঁশিয়ারি
আরব দেশগুলোর সংগঠন আরব লীগ ইসরায়েলের প্রতি সতর্কতা উচ্চারণ করেছে। গত বৃহস্পতিবার দক্ষিণ লেবাননে ইসরায়েল বিমান হামলা চালানোয় ইজরায়েলের বিরুদ্ধে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছে আরব লীগ।
আরব অঞ্চলের ২২টি জাতির এ সংগঠন এক বিবৃতিতে বলেছে, লেবানন থেকে রকেট হামলা চালানো হয়েছে অভিযোগ তুলে ইসরায়েল দক্ষিণ লেবাননে যে বিমান হামলা চালিয়েছে, তাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। একটি কঠিন সময় পার করছে লেবানন এবং দেশটিতে আর কোনো উত্তেজনা সৃষ্টি করা মোটেই উচিত হবে না বলেও উল্লেখ করেছে সংস্থাটি।
ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, আরব লীগ তাদের বিবৃতিতে আরো বলেছে, এই বিমান হামলার মাধ্যমে ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের নেতৃত্বাধীন প্রশাসন তাদের শক্তি প্রদর্শন করছে বলেই মনে হচ্ছে। এ অবস্থায় লেবাননের বিভিন্ন সংগঠনের প্রতিও আরব লীগ বড় ধরনের সংঘাতে না জড়ানোর জন্য আহ্বান জানিয়েছে। সেই সঙ্গে লেবাননের চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট মোকাবেলায় সহযোগিতা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।
লেবাননে মোতায়েন জাতিসংঘ বাহিনীর প্রধান দেশটিতে জাতিসংঘ বাহিনীর সমন্বয়মূলক ভূমিকার প্রতি সম্মান দেখাতে ইসরায়েল ও লেবাননের প্রতি আহ্বান জানিয়েছেন। লেবাননের বর্তমান অবস্থাকে অতীতের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি নাজুক এবং সংকটাপন্ন বলেও উল্লেখ করেন জাতিসংঘ বাহিনী প্রধান।