ইরফান খানের মৃত্যুতে কষ্ট পেয়েছেন তসলিমা
‘লাঞ্চবক্স দেখার পর আমি টুইট করেছিলাম। ইরফান খান উত্তর দিয়েছিলেন। ওঁর মৃত্যুতে কষ্ট পেয়েছি। এত প্রতিভাবান অভিনেতা আমাদের এ অঞ্চলে খুব বেশি নেই তো!’
২০১৩ সালের ২৩ সেপ্টেম্বর তারিখে বাংলাদেশের নির্বাসিত লেখক তসলিমা নাসরিন সদ্য প্রয়াত বলিউড অভিনেতা ইরফান খান সম্পর্কে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে কথাগুলি লিখেছেন।
তিনি লিখেছেন, ‘আমার ছোটদারও ক্যান্সার হয়েছিল। দীর্ঘদিন কিমোথেরাপি নেওয়ার কারণে ক্যান্সার কমে গেলেও অন্ত্রে ইনফেকশান হয়েছিল। ছোটদা হাস্পাতালে ভর্তি হয়েছিল অন্ত্রের ইনফেকশান সারাতে, ওখানেই সুপারবাগের কামড়ে সেপ্টিসেমিয়া, মৃত্যু। ক্যান্সারের প্রচুর রোগী ক্যান্সারে মারা যায় না, যায় কিমোথেরাপির সাইড ইফেক্টে।’
‘ব্যক্তি ইরফান খানের সঙ্গে আমার কোনোদিন দেখা হয়নি। তাঁর অভিনয়ের সংগে দেখা হয়েছিল শুধু। ওটিই আসল দেখা হওয়া। লেখক শিল্পী, দার্শনিক মনীষীদের কাজটুকুই দেখতে হয়।’