BreakingLead Newsআন্তর্জাতিক

ইসরাইলের সন্ত্রাসি হামলার মধ্যেও বেঁচে গেলো এই শিশু!

গাজায় ইসরাইলি ধ্বংসযজ্ঞ চলছে। এরইমধ্যে অলেৌকিকভাবে বেঁচে গেছে ফুটফুটে একটি শিশু।

আলজাজিরার প্রতিবেদন বলা হয়েছে, শনিবার অবরুদ্ধ গাজা উপত্যকার আল-শাতি শরণার্থী শিবিরে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। দখলদারদের এই আক্রমণে দুই নারী ও ছয় শিশুসহ অন্তত আটজন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন।

এছাড়া ইসরায়েলি হামলায় ধসে পড়া একটি তিনতলা ভবনের ধ্বংসস্তূপের নিচে অন্তত নয়জন আটকা রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

সাফা প্রেস এজেন্সির বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি জানিয়েছে, শনিবারের ওই হামলায় এমন ভয়াবহ ধ্বংসযজ্ঞের মধ্যেই বেঁচে গেছে একটি নবজাতক।

শিশুটিকে জান্নাতি ফুলের সঙ্গে তুলনা করে বার্তা সংস্থাটি বলেছে, শরণার্থী শিবিরের একটি বাড়িতে ইসরাইলি হামলায় বাকিরা মারা গেলেও বেঁচে গেছে একমাত্র এই নবজাতকটিই। তবে শিশুটি কিভাবে প্রাণে বাচল সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

আল জাজিরার সবশেষ তথ্যমতে, শনিবারও গাজায় বোমাবর্ষণ অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। এছাড়া সীমান্তে ভারি অস্ত্রশস্ত্রসহ মোতায়েন করেছে বিপুল সংখ্যক সেনা।

ফিলিস্তিনি ভূমিতে দখলদারদের হামলায় এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৭ জন। এর মধ্যে অন্তত ৩৬টি শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৯২০ জন নিরীহ ফিলিস্তিনি।

বিমান হামলার পাশাপাশি স্থল হামলাও শুরু করেছে ইসরাইল। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনালাপের পর আক্রমণ শাণিত করার ঘোষণা দেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ঈদের দিনেও ফিলিস্তিনিরা ইসরাইলি আগ্রাসন থেকে মুক্তি পায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × one =

Back to top button