Lead Newsআন্তর্জাতিক

ইসরায়েলি হামলা এড়াতে সামরিক ঘাঁটি খালি করল ইরান

ইরানি বিপ্লবী মিলিশিয়া গার্ড (আইজিআরসি) সিরিয়ার হোমসের পূর্বাঞ্চলীয় গ্রামাঞ্চলে টি-ফোর সামরিক বিমানবন্দর খালি করেছে এবং এর সরঞ্জামগুলো দক্ষিণাঞ্চল শায়রাত বিমানঘাঁটিতে নিয়ে গেছে। সম্ভাব্য ইসরায়েলি হামলা এড়াতে রাশিয়ার সঙ্গে সমঝোতার ভিত্তিতে এসব সরঞ্জাম সরাচ্ছে ইরান।

স্থানান্তর কার্যক্রম শেষ হলে টি-ফোর বিমানবন্দরে রাশিয়ার সামরিক বাহিনীর সরঞ্জাম প্রতিস্থাপিত হবে। বালাদি নিউজের বরাত দিয়ে খবরটি দিয়েছে দ্য সিরিয়ান অবজারভার।

খবরে বলা হচ্ছে, ইরানের বিপ্লবী গার্ড মিলিশিয়া চারটি ট্রাকে যোগাযোগ সরঞ্জাম, ভারি কামান, বৈদ্যুতিক মোটর এবং গোলাবারুদ বাক্সসহ চারটি ট্রাকে ভারি সামরিক সরঞ্জাম সরিয়ে নিয়েছে। সূত্রগুলো ব্যাখ্যা করছে, বিমানবন্দরটি খালি না করা পর্যন্ত স্থানান্তর প্রক্রিয়া পর্যায়ক্রমে চলমান থাকবে।

সিরিয়ায় মোতায়েন আইআরজিসি মিলিশিয়া ও তাদের অবস্থানগুলো ৪ সেপ্টেম্বর থেকে অক্টোবরের মাঝামাঝি সময়ে ধারাবাহিক বিমান হামলার শিকার হয়। হামলাগুলো ইসরায়েলের পক্ষ থেকে করা হয় বলে সন্দেহ করা হয়। তবে এ ব্যাপারে ইসরায়েল বরাবরাই চুপ রয়েছে। তারা হামলার দায় স্বীকার করেনি।

ইসরায়েলি হামলা বলে সন্দেহ করা অভিযানগুলো টি-ফোর বিমানবন্দওে আইজিআরসির ড্রোন সিস্টেমে আঘাত হানতে ব্যর্থ হয়। বিমানবন্দরটি সিরিয়ায় ইরানের বৃহত্তম ঘাঁটিগুলোর একটি। এখানে বিশাল পরিমাণ ইরানি গোলাবারুদ এবং সামরিক ড্রোন রয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে বিমানবন্দরটিতে অবস্থান নিয়ে ইরান-রাশিয়া দ্বন্দ্ব শুরু হয়। ইরানি মিলিশিয়াদের সাথে বিরোধের পর রাশিয়া টি-ফোর বিমানবন্দর থেকে সামরিক বাহিনীর বড় অংশ সরিয়ে নেয়। ওইসময় ইরানি মিলিশিয়ারা ঘাঁটিটি খালি করতে অস্বীকার করেছিল। ইরানের যুক্তি ছিল, রাশিয়ার আগেই ইরান এই ঘাঁটিতে অবস্থান নিয়েছিল।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − one =

Back to top button