ইসরায়েলে করোনার হানা, ১২০০ সেনা কোয়ারেন্টাইনে
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে করোনা আতঙ্ক। এবার এ ভাইরাসে সংক্রমণের সন্দেহে ইহুদিবাদী ইসরায়েলের এক হাজার ২৬২ জন সেনাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
ইসরায়েলের সামরিক বাহিনীর এক মুখপাত্র জানান, করোনা সন্দেহে কোয়ারেন্টাইনে রাখা সেনাদের মধ্যে বেশিরভাগই ছুটির কারণে দেশটির ভূখণ্ডের বাইরে ছিল।
এর আগে ইসরায়েলের আরো ১৮৯ সেনাকে ১৪ দিনের জন্য বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনে রাখে দেশটির কর্তৃপক্ষ। এছাড়া এখন পর্যন্ত ইসরায়েলের ২১ জন সেনার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।
কোয়ারেন্টাইনে থাকা সেনাদের ডিউটিতে যাওয়ার পরিবর্তে বাড়িতে থাকতে বলা হয়েছে। সারা বিশ্বে যখন করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ছে তখন ইসরায়েলি সেনাবাহিনীর এসব সেনাদের ব্যাপারে এমন ব্যবস্থা নেয়া হলো।
করোনার বিস্তৃতি ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে চীন, থাইল্যান্ড, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, জাপান, ইতালি, ফ্রান্স, জার্মানি, স্পেন, অস্ট্রিয়া ও সুইজারল্যান্ডের নাগরিকদের ইসরায়েলে প্রবেশ নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার। সূত্র– পার্স টুডে।