ইসরায়েল বাদে সকল দেশের সাথে সুসম্পর্ক করতে চায় তালেবান
তালেবান কর্তৃপক্ষের মুখপাত্র সুহাইল শাহিন জানিয়েছেন যে তারা ইসরাইল ব্যতীত সকল দেশের সাথে সম্পর্ক স্থাপন করতে চান।
রাশিয়ার বার্তা সংস্থা স্পুটনিককে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমাদের এ নতুন যাত্রায় যদি যুক্তরাষ্ট্র আমাদের সাথে সম্পর্ক চায় আর এ সম্পর্কে যদি উভয় দেশের স্বার্থ জড়িত থাকে এবং দু’দেশের মানুষের স্বার্থ থাকে তাহলে আমরা রাজি।”
তিনি আরো বলেন, “যদি আফগানিস্তানের পুনর্গঠনে যুক্তরাষ্ট্র অংশ নিতে চায় তাহলে তাদের স্বাগত জানানো হবে।”
শাহিন বলেন, “আমরা কখনোই ইসরাইলের সাথে সম্পর্ক স্থাপন করতে চাই না। আমরা সকল দেশের সাথে সম্পর্ক স্থাপন করতে চাই কিন্তু ইসরাইলের সাথে সম্পর্ক চাই না।”
গত মাসে ইসরাইলের গণমাধ্যম কানকে সাক্ষাৎকার দেন শাহিন। এর কিছুক্ষণ পর তিনি বলেন যে, প্রতারণা করে তার সাক্ষাৎকার নিয়েছে ইসরাইলের গণমাধ্যমটি। কারণ, ইসরাইলের কোনো গণমাধ্যমের সাথেও তালেবান কর্তৃপক্ষ সম্পর্ক রাখতে চায় না।
সূত্র : মেইল অনলাইন