আন্তর্জাতিক

ইসলামিক উত্তরাধিকার আইন পরিবর্তন করা যাবে নাঃ পাকিস্তান সুপ্রিম কোর্ট

সম্পত্তির বণ্টন সংক্রান্ত ইসলামিক উত্তরাধিকার আইন বিচার বিভাগ দ্বারা পরিবর্তন করা যাবে না বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট।

কারণ বিষয়টি ১ হাজার ৪৫০ বছর আগেই নিষ্পত্তি করা হয়ে গেছে। গতকাল মঙ্গলবার হাবিবুল্লাহ নামের এক মৃত ব্যক্তির উত্তরাধিকারীদের মধ্যে সম্পত্তি বণ্টন সংক্রান্ত পেশোয়ার হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আবেদনের শুনানির পর সুপ্রিম কোর্ট এ মন্তব্য করেন।

সম্পত্তি বণ্টন সংক্রান্ত বিষয়ে একটি জিরগার (পঞ্চায়েত) সিদ্ধান্তের পর মৃত ব্যক্তির উত্তরাধিকারীরা আদালতের শরণাপন্ন হন। বিচারপতি কাজী ফয়েজ ঈসা ও বিচারপতি ইয়াহিয়া আফ্রিদির সমন্বয়ে গঠিত দুই সদস্যের বেঞ্চ সম্পত্তি বিরোধের ওই মামলার শুনানি করেন।

শুনানির সময় বিচারপতি ঈসা বলেন, উত্তরাধিকারের জন্য ইসলামের দেয়া আইনই চূড়ান্ত। জিরগা, আদালতসহ কেউ তা পরিবর্তন করতে পারে না। তিনি বলেন, এ মামলায় জিরগার সিদ্ধান্ত ‘স্রষ্ঠার ধর্মের চেয়ে বড়’ নয়।

শীর্ষ বিচারকদ্বয়ের মতে, সৌদি আরবের আদালত মাত্র এক মাসে এ ধরনের সম্পত্তির মামলা নিষ্পত্তি করে। পাকিস্তানে একই ধরনের মামলা নিষ্পত্তি করতে কয়েক দশক সময় লেগে যায়। বিচারক এ সময় বলেন, অথচ ইসলাম ১ হাজার ৪৫০ বছর আগেই উত্তরাধিকার সমস্যার সমাধান করে গেছে।

শুনানি শেষে আদালত মৃত হাবিবুল্লাহর সম্পত্তি শরিয়াহ আইন অনুযায়ী সকল বৈধ উত্তরাধিকারীর মধ্যে বণ্টনের নির্দেশ দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + six =

Back to top button