করোনাভাইরাসস্বাস্থ্য ও চিকিৎসা
ইসলামিক ফাউন্ডেশনের ডিডি করোনায় আক্রান্ত
ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক (ডিডি) আবুল কাসেম (৪৩) করোনায় আক্রান্ত হয়েছেন। গত সোমবার তার নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার বিকেলে রিপোর্ট পজিটিভ এসেছে।
শুক্রবার (২৪ এপ্রিল) জুমার নামাজ শেষে বায়তুল মোকাররমে পেশ ইমাম মাওলানা মহিউদ্দিন কাসেম এ কথা জানান।
মাওলানা মহিউদ্দিন কাসেম নামাজ শেষে মেনাজাতে তার জন্য দোয়া করেন। তিনি বলেন, ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক (ডিডি) আবুল কাশেম পরিবারসহ করোনায় আক্রান্ত হয়েছেন। আল্লাহ তাদের হেফাজত করুন।
করোনার চিকিৎসা দিতে গিয়ে যারা আক্রান্ত হয়েছেন তাদের সুস্থতা কামনা করেন তিনি। আল্লাহর দরবারে তাদের দ্রুত আরোগ্য লাভ হওয়ার জন্য দোয়া করেন তিনি।