শিল্প ও বাণিজ্য

ঈদের আগে গার্মেন্টস শ্রমিক ছাঁটাই নিয়ে কী বলল শ্রম মন্ত্রণালয়?

ঈদুল ফিতরের আগে তৈরি পোশাক শ্রমিকসহ কোনো ধরনের শ্রমিক ছাঁটাই করা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার কার্যবিবরণী থেকে এ তথ্য জানা গেছে।

রোববার (১০ মে) মন্ত্রণালয়ের উপসচিব শাহীন আখতার স্বাক্ষরিত কার্যবিবরণীতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য নির্দেশক্রমে জানানো যাচ্ছে, গত ৪ মে শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নিম্ন লিখিত সিদ্ধান্ত গৃহীত হয়।

সিদ্ধান্তগুলো হলো- ঈদুল ফিতরের আগে মালিকপক্ষ কোনো শ্রমিক ছাঁটাই বা লে-অফ ঘোষণা করবেন না। গত এপ্রিল মাসে যে সব শ্রমিক সম্পূর্ণ মাস কাজ করেছেন, তারা পূর্ণ মাসের বেতন-ভাতা পাবেন। যারা কাজ করেননি তারা মোট বেতন-ভাতার ৬৫ শতাংশ পাবেন। অর্থাৎ এপ্রিল মাসে শ্রমিকরা যতদিন কাজ করেছেন ততদিনের জন্য পূর্ণ মাসের হিসাবে বেতন-ভাতা পাবেন, বাকি সময়ের জন্য মোট বেতন-ভাতার ৬৫ শতাংশ হারে বেতন-ভাতা প্রাপ্য হবেন।

ঘোষিত ৬৫ শতাংশের ৬০ শতাংশ এপ্রিল মাসের বেতন-ভাতা আকারে শ্রমিকরা পাবেন। অবশিষ্ট ৫ শতাংশ মে মাসের বেতনের সঙ্গে সমন্বয় করে শ্রমিকদের প্রদান করা হবে। আগামী ১৫ মে এর মধ্যে পুনরায় সভা আয়োজনের মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + 6 =

Back to top button