ঈদের চাঁদ হাতে পেয়েছি: রায়হানের বাবা
করোনা মহামারীর মধ্যে অভিবাসীদের ওপর মালয়েশিয়া সরকারের নিপীড়নের বর্ণনা দেওয়ায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশি রায়হান কবিরকে দেশে ফেরত পাঠানো হয়েছে।
শুক্রবার দিবাগত রাত ১টায় মালয়েশিয়ান এয়ারলাইনসের এমএইচ-১৯৬ ফ্লাইটে ঢাকায় নামেন রায়হান।
এদিকে বিমানবন্দরে প্রিয় ছেলেকে পেয়ে কান্নায় ভেঙে পড়েন বাবা শাহ আলম। তিনি বলেন, ‘অপেক্ষায় ছিলাম কবে আমাদের রায়হান আমাদের কাছে আসবে। আজ রায়হান এসেছে। আমরা ঈদের চাঁদ হাতে পেয়েছি।’
দেশে ফেরার প্রতিক্রিয়া রায়হান বলে, ‘এই আনন্দ বলে বোঝাতে পারব না। গত ছয় বছরে কতোবার যাওয়া-আসা করেছি। এবার অন্যরকম অনুভূতি। আমার বাংলাদেশ। আমার মাটি।’
এ সময় তার এই কষ্টের সময়ে দেশে-বিদেশে যারা পাশে ছিলেন, সবার প্রতি কৃতজ্ঞতা জানান রায়হান।
এর আগে শুক্রবার রাতে পুত্রজায়া ইমিগ্রেশন অফিস থেকে রায়হানকে সরাসরি বিমানবন্দরে নেওয়া হয়। সব প্রক্রিয়া শেষ করে মালয়েশিয়ার স্থানীয় সময় রাত ১১টায় তাকে বিমানে তোলা হয়।
করোনাভাইরাস মহামারীর মধ্যে অভিবাসী শ্রমিকদের প্রতি মালয়েশিয়া সরকারের আচরণের সমালোচনা করে আলজাজিরার তথ্যচিত্রে দেওয়া সাক্ষাৎকার প্রকাশের পর গত ২৪ জুলাই রায়হানকে গ্রেপ্তার করা হয়।
গত ৩ জুলাই আলজাজিরা টেলিভিশনে সম্প্রচারিত ওই প্রামাণ্য প্রতিবেদনে করোনা মহামারীর মধ্যে অবৈধ অভিবাসী শ্রমিকদের চিকিৎসাসেবা দেওয়ার বিষয়ে সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে বক্তব্য দেন রায়হান কবির।
আলজাজিরাকে তিনি বলেন, ‘মহামারীর মধ্যে অবৈধ শ্রমিকদের আটক ও জেলে পাঠানোর মাধ্যমে মালয়েশিয়া সরকার বৈষম্যমূলক আচরণ করছে। এটা কোনো মানবিক আচরণ হতে পারে না।’
তবে দেশটির সরকারের কর্মকর্তারা আলজাজিরার প্রকাশিত ওই প্রতিবেদন ‘ভুল, বিভ্রান্তিকর এবং অন্যায্য’ বলে দাবি করেন। ওই প্রতিবেদন সম্প্রচারের পর রায়হানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।