Lead Newsকরোনাভাইরাসজাতীয়

১৬ মে পর্যন্ত সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী চলমান গণপরিবহন বন্ধের সময় ফের বাড়ানো হলো। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৬ মে পর্যন্ত সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ থাকবে।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। প্রতিষ্ঠানটির উপপ্রধান তথ্য অফিসার মো. আবু নাসের স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী চলমান সাধারণ ছুটি ১৬ মে পর্যন্ত বর্ধিত করা হয়েছে। সেই প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তবে জরুরি পরিষেবা, বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরসমূহের কার্যক্রম (স্থলবন্দর, নদীবন্দর ও সমুদ্রবন্দর), পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাকসেবা ও সংশ্লিষ্ট কাজ, খাদ্যদ্রব্য, রাষ্ট্রীয় প্রকল্পের মালামাল, ঔষধ, ঔষধশিল্প, চিকিৎসা সেবা ও চিকিৎসা বিষয়ক সামগ্রী পরিবহন চালু থাকবে।

এ ছাড়া শিশুখাদ্য, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া, ত্রাণবাহী পরিবহন, কৃষিপণ্য, শিল্পপণ্য, সার ও কীটনাশক, পশুখাদ্য, মৎস্য ও প্রাণীসম্পদ খাতের উৎপাদিত পণ্য, দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য এবং জীবনধারণের মৌলিক পণ্য উৎপাদন ও পরিবহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

এর আগে করোনাভাইরাসের সংক্রমণের কারণে দেশে সাধারণ ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ষষ্ঠ দফায় ১১ দিন ছুটি বাড়িয়ে ১৬ মে পর্যন্ত করা হয়েছে। এর মধ্যে ৭ মে থেকে ১৪ মে পর্যন্ত সাধারণ ছুটি থাকবে। এর সঙ্গে ৬ মের বৌদ্ধ পূর্ণিমা এবং ১৫ ও ১৬ মের সাপ্তাহিক ছুটিও যুক্ত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + nineteen =

Back to top button