ভাইরাল

‘উত্তরপত্রে ১০০ রুপির নোট রেখে দিও’, পরীক্ষার্থীদের পরামর্শ অধ্যক্ষের

ভারতের একটি কলেজের অধ্যক্ষ নিজের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শেখাচ্ছেন, কীভাবে বোর্ডের পরীক্ষায় নকল করতে হবে। শুধু তাই নয়, শেখাচ্ছেন পরীক্ষায় প্রশ্নের উত্তর না দিয়েও কী পদ্ধতিতে নম্বর পাওয়া যাবে। এমন ঘটনার একটি  ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই গতকাল বুধবার ওই কলেজের অধ্যক্ষকে গ্রেপ্তার করা হয়েছে।

ভারতের উত্তর প্রদেশের লক্ষ্ণৌ থেকে ৩০০ কিলোমিটার দূরে মৌ জেলার একটি বেসরকারি কলেজের ব্যবস্থাপক ও অধ্যক্ষ প্রবীণ মল নিজের কলেজের শিক্ষার্থীদের পরীক্ষায় নকল করার টিপস দিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা।

প্রতিবেদনে বলা হয়, অধ্যক্ষ যখন শিক্ষার্থীদের টিপস দিচ্ছিলেন, সে সময় এক শিক্ষার্থী নিজের মোবাইলে লুকিয়ে পুরো ঘটনাটি ভিডিও করে। পরে ওই শিক্ষার্থী সেই ভিডিও আপলোড করে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অভিযোগ পোর্টালে বিষয়টি জানায়। এর পরই ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়।

সেই ভিডিওর একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মিনিট দেড়েকের ওই ভিডিওতে দেখা যাচ্ছে, শিক্ষার্থীদের উদ্দেশে টিপস দিচ্ছেন অভিযুক্ত প্রবীণ মল। সে সময় সেখানে কয়েকজন অভিভাবকও দাঁড়িয়ে ছিলেন।

সবার সামনেই প্রবীণ মল বলেন, ‘আমি চ্যালেঞ্জ করছি, আমার কোনো ছাত্র ফেল করেনি। তাই তোমাদের চিন্তার কারণ নেই।’

প্রবীণ মল আরো বলেন, ‘তোমরা নিজেদের মধ্যে কথা বলে উত্তরপত্রে লিখতে পারো। কিন্তু কারো হাত ধরে টানবে না। ভয় পেও না। যে স্কুলে তোমাদের পরীক্ষা কেন্দ্র হবে, সেখানকার শিক্ষকরা আমার বন্ধু। নকল করতে গিয়ে ধরা পড়লে, তাঁরা এক-দুটি চড় মারতে পারে। সেটা সহ্য করে নেবে।’

পরীক্ষার্থীদের নকল করতে বলেই ক্ষান্ত থাকেননি প্রবীণ মল। প্রশ্নের উত্তর না লিখে বা ভুল লিখেও কীভাবে নম্বর পাওয়া যেতে পারে, সে উপায়ও বলে দিয়েছেন। এ ব্যাপারে শিক্ষার্থীদের উদ্দেশে তাঁর পরামর্শ, ‘কোনো উত্তর ছেড়ে এসো না। উত্তরপত্রে ১০০ রুপির একটা নোট দিয়ে এসো। শিক্ষক তোমাকে নম্বর দেবেনই। ধরো, চার নম্বরের প্রশ্নের উত্তর তুমি ভুল লিখেছ, কিন্তু এই কাজের জন্য (রুপির নোট রাখায়) তোমাকে তিনি নম্বর দেবেন।’

উত্তর প্রদেশে মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা শুরু হয়েছে গত মঙ্গলবার থেকে। সারা রাজ্যের দশম ও দ্বাদশ শ্রেণির প্রায় ৫৬ লাখ পরীক্ষার্থী সেই পরীক্ষায় অংশ নিচ্ছে। পরীক্ষায় নকল ঠেকাতে এ বছর বিশেষ ব্যবস্থা নিয়েছে উত্তর প্রদেশ সরকার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 4 =

Back to top button