করোনাভাইরাস মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীলতা নিয়ে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার এক ভিডিও বার্তায় ’ঢাকা ইয়ুথ ক্যাপিটাল ২০২০’-এর ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
দুই দিনব্যাপী ওআইসি ইয়ুথ ক্যাপিটালের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব তারুণ্য, প্রাণচঞ্চল্য এবং প্রাণশক্তির প্রতিচ্ছবি হয়ে রয়েছেন। তরুণদের উদ্ভাবনী কাজে উৎসাহ দিতে এ বছর বঙ্গবন্ধু গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড চালুর সিদ্ধান্ত নেয়ায় আয়োজকদের কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী।
করোনার ভয়াবহতা তুলে ধরে তিনি বলেন, লক্ষণ ও সংকেত দেখে এটি পরিস্কার যে, ২০০৮-০৯ সালের অর্থনৈতিক সঙ্কটের চেয়েও বড় সঙ্কট আসতে যাচ্ছে।
করোনায় ক্ষতিগ্রস্তদের কষ্ট কমাতে বাংলাদেশ সরকারের ১২.১ বিলিয়ন ডলারের প্যাকেজ ঘোষণার কথা জানান প্রধানমন্ত্রী। রাজধানী ঢাকাকে এ বছর যুব রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ায় ওআইসিকে ধন্যবাদ জানিয়েছেন শেখ হাসিনা।