দেশের সার্বিক উন্নয়নের জন্য সমাজের সকল স্তরে সুশাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ‘দেশের সার্বিক উন্নয়নের জন্য সুশাসন জরুরিভাবে প্রয়োজন। আইন-শৃঙ্খলা ও অন্য সবকিছুর সঙ্গে এটি সম্পর্কিত।’ ইউএনবি জানায়, রবিবার নিজ কার্যালয়ের শাপলা হলে জেলা প্রশাসকদের (ডিসি) পাঁচ দিনব্যাপী বার্ষিক সম্মেলনের উদ্বোধনকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
এসময় শেখ হাসিনা ডিসিদেরকে সন্ত্রাসবাদ, মাদক, দুর্নীতি, ধর্ষণসহ অন্যান্য সামাজিক অপরাধ নির্মূলে কাজ করার নির্দেশ দেন।
দুর্নীতির বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, যে ঘুষ নিবে শুধু সেই নয়, বরং যে ঘুষ দেবে সেও সমান অপরাধী। আমরা যদি এই কথা মাথায় রাখি তাহলে আমরা এর থেকে (ঘুষ দেয়া ও নেয়া) মুক্ত হতে পারব।
শেখ হাসিনা বলেন, দেশের তৃণমূল পর্যায়ে উন্নয়ন ছড়িয়ে দেয়ার জন্য তার সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ‘আমাদের উন্নয়ন শুধু মুষ্টিমেয় মানুষের জন্য নয়। আমরা তৃণমূল পর্যায়ে মানুষের জীবনধারার পরিবর্তন, তাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি, গ্রাম থেকে মানুষের শহর আসার প্রবণতা বন্ধ করার জন্যও কাজ করছি,’ যোগ করেন তিনি।