ধর্ম ও জীবন

ঋণমুক্তির জন্য হজরত আলীকে যে দোয়া শিখিয়েছেন নবীজি

একবার চতুর্থ খলিফা হজরত আলী (রা.)-এর কাছে এক ব্যক্তি ঋণ পরিশোধের জন্য কিছু সাহায্য চায়।

এ সময় আলী (রা.) তাকে বলেন, আমি কি তোমাকে কয়েকটি শব্দ শিক্ষা দেব, যা আমাকে রাসূলুল্লাহ (সা.) শিক্ষা দিয়েছেন? যা তুমি পাঠ করলে আল্লাহই তোমার ঋণমুক্তির ব্যাপারে দায়িত্ব নেবেন, যদি তোমার ঋণ পর্বতসমানও হয়।

এরপর আলী (রা.) ওই ব্যক্তিকে নিন্মোক্ত দোয়া পড়তে বলেছিলেন (তিরমিজি : ৩৫৬৩; মুসনাদ আহমদ: ১৩২১)।

اللَّهُمَّ اكْفِنِي بِحَلاَلِكَ عَنْ حَرَامِكَ، وَأَغْنِنِي بِفَضْلِكِ عَمَّنْ سِوَاكَ

উচ্চারণ: আল্লাহুম্মাকফিনী বি হা’লালিকা আ’ন হারামিকা ওয়া আগনিনী বিফাদলিকা আ’ম্মান সিওয়াক।

অনুবাদ: হে আল্লাহ! হারামের পরিবর্তে আপনার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করে দিন। আর আপনাকে ছাড়া আমাকে কারও মুখাপেক্ষী করবেন না। স্বীয় অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করুন (তিরমিযি ৩৫৬৩)।

হাদিসে বর্ণিত ঋণমুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ দোয়া হলো-

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَالْعَجْزِ وَالْكَسَلِ، وَالْبُخْلِ وَالْجُبْنِ، وَضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ

বাংলা উচ্চারণ: আল্লা-হুম্মা ইন্নি আ‘উযুবিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি, ওয়া আ‘উযুবিকা মিনাল-‘আজযি ওয়াল-কাসালি, ওয়া আ‘উযুবিকা মিনাল-বুখলি ওয়াল-জুবনি, ওয়া আ‘উযুবিকা মিন দ্বালা‘য়িদ্দাইনি ওয়া গালাবাতির রিজাল।

বাংলা অর্থ: ‘হে আল্লাহ! নিশ্চয় আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অপারগতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের ভার ও মানুষদের দমন-পীড়ন থেকে (সহিহ বুখারি, হাদিস নং ২৮৯৩)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × five =

Back to top button