এই মাসেই করোনার ওষুধ উৎপাদন করবে বেক্সিমকো
করোনাভাইরাসের প্রতিষেধক হিসেবে কার্যকারিতা প্রমাণিত হওয়া রেমডেসিভির প্রয়োগের অনুমতি যুক্তরাষ্ট্রকে অনুসরণ করে বাংলাদেশও দেয়া হয়েছে। এজন্য দেশের একাধিক প্রতিষ্ঠান ওষুধটি উৎপাদনের কথা জানিয়েছে।
অনুমতি পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি বেক্সিমকো। প্রতিষ্ঠানটি চলতি মে মাস থেকেই রেমডেসিভির উৎপাদন শুরু করছে।
বেক্সিমকোরর একজন শীর্ষ কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ৪ মে বাংলাদেশের ওষুধ প্রশাসন অধিদফতর জানায়, দেশের ছয়টি ওষুধ কোম্পানিকে নভেল করোনাভাইরাস বা কোভিড-১৯ এর জন্য রেমডেসিভির উৎপাদনের অনুমতি দেয়া হয়েছে।
বেক্সিমকোর চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজা জানিয়েছেন, তাদের রেমডেসিভির ইনজেকশন হিসেবে শিরায় প্রবেশ করানোর জন্য তৈরি হচ্ছে। একজন রোগীকে ৫ থেকে ১১ বোতল পরিমাণ ওষুধ গ্রহণ করতে হতে পারে। প্রতি বোতল ওষুধের দাম হতে পারে ৫ থেকে ৬ হাজার টাকা।