একদিনে রেকর্ড ৭৮৬ রোগী শনাক্ত, মোট মৃত্যু ১৮৩
দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭৮৬ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। সারা দেশে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১০৯২৯ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও একজন করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ১৮৩ জনের প্রাণহানি হলো। মৃত জন পুরুষ। তার বয়স ২১-৩০ এর মধ্যে।
মঙ্গলবার (৫ মে) দুপুরে মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭৮৬ জনের শরীরে করোনাভাইরাসে উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০ হাজার ৯২৯ জনে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ১৯৩ জন করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন। এনিয়ে মোট ১,৪০৩ জন সুস্থ হয়েছেন।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৭১১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সারা দেশে বর্তমানে মোট ৩৩টি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হচ্ছে।
এক নজরে বাংলাদেশের করোনাচিত্র:
- মোট আক্রান্ত: ১০ হাজার ৯২৯ জন।
- মারা গেছেন: ১৮৩ জন।
- মোট সুস্থ: ১,৪০৩ জন।
- মোট নমুনা পরীক্ষা: ৯৩,৩৫২টি।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।
করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে ঘরে থাকার এবং স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয় বুলেটিনে।
এদিকে, ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা ২টা পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা পৃথিবীতে ৩৬ লাখ ৫৮ হাজার ২৬৬ জন মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১২ লাখ ২ হাজার ৮৭০ জন সুস্থ হয়ে উঠলেও প্রাণ গেছে ২ লাখ ৫২ হাজার ৫৬৪ জনের।