Breakingকরোনাভাইরাস

একদিনে সর্বোচ্চ শনাক্ত ৭০৮৭, সুস্থ ২৭০৭ জন, মৃত্যু ৫৩

করোনার সংক্রমণে প্রতিদিনই রেকর্ড ভাঙছে। নতুন করে রোগী শনাক্ত হয়েছেন ৭০৮৭ জন। এটাই একদিনে সর্বোচ্চ। এর আগে শুক্রবার শনাক্ত ছিল ৬৮৩০ জন। দেশে এখন পর্যন্ত মোট শনাক্ত ৬ লাখ ৩৭ হাজার ৩৬৪ জনে দাঁড়িয়েছে। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৫৩ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ২৬৬ জনে। ২৪ ঘণ্টায় ২৭০৭জন এবং এখন পর্যন্ত ৫ লাখ ৫২ হাজার ৪৮২ জন সুস্থ হয়ে উঠেছেন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরো জানানো হয়, ২২৭টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৩১ হাজার ৪৯৩টি নমুনা সংগ্রহ এবং ৩০ হাজার ৭২৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

এখন পর্যন্ত ৪৭লাখ ৮৩ হাজার ৩৮৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩ দশমিক শূন্য ৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৬৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + seventeen =

Back to top button