Lead Newsকরোনাভাইরাসজাতীয়

বাংলাদেশে করোনাতে এক দিনে সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ২

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৬৫ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সারাদেশে মোট ৯ হাজার ৪৫৫ জন করোনা রোগী শনাক্ত হলো।এছাড়া আক্রান্ত হয়ে আরো ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ১৭৭ জনের মৃত্যু হলো।

মারা যাওয়া একজন রংপুরের বাসিন্দা, আরেকজন নারায়নগঞ্জের।

একদিনে শনাক্তের সংখ্যা আজকেই সর্বোচ্চ। এর আগে একদিনে ৬৪১ জন করোনা রোগী শনাক্ত হয়েছিল।

রোববার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপনা করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ব্রিফিং এ  অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, আমাদের নমুনা পরীক্ষা হার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরসহ ৩২টি প্রতিষ্ঠানে ৫ হাজার ৩৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। আর নমুনা সংগ্রহ করা হয় ৫ হাজার ২১৪টি। এখন পর্যন্ত দেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮১ হাজার ৪৩৪টি। গত ২৪ ঘণ্টায় ৬৬৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। দেশে একদিনেই এটাই সর্বোচ্চ শনাক্তের হার।

এক নজরে বাংলাদেশের করোনাচিত্র:

  • মোট আক্রান্ত: ৯ হাজার ৪৪৫জন।
  • এ পর্যন্ত সুস্থ হয়েছেন: ১৭৮ জন।
  • মারা গেছেন: ১৭৭ জন।

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ৬৫ জনকে আইসোলেশনে নেয়া হয়েছে। আইসোলেশন থেকে ছাড়া হয়েছে ৬০ জনকে। এছাড়া গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিনে নেয়া হয়েছে ৯৮৭৪ জনকে। ছাড় পেয়েছেন ২১৪৯ জন।

বাংলাদেশে বর্তমানে প্রায় লাখের মতো সুরক্ষা সামগ্রী মজুদ আছে বলে গতকালকের বুলেটিনে জানানো হয়। নতুন করে সংগ্রহ করা হয়েছে ৩২,৬৭০টি সুরক্ষা সামগ্রী।

গত ২৪ ঘণ্টায় চারটি হটলাইনে ৭০,২২১ টি ফোন এসেছে। সেখানে কোভিড-১৯ বিষয়সহ নানা স্বাস্থ্য পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া মোবাইল ফোন এবং ওয়েবসাইটের মাধ্যমেও ১৭,০০৮ জনকে সেবা দেয়া হয়েছে।

বিমানবন্দর, স্থলবন্দর এবং সমুদ্রবন্দর মিলিয়ে গত ২৪ ঘণ্টায় স্ক্রিনিং করা হয়েছে ৫৬৯ জনকে।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার এর তথ্য অনুযায়ী প্রাণঘাতী মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ৮৭৬। এছাড়া আক্রান্ত হয়েছেন ৩৪ লাখ ৯৭ হাজার ৪৫ জন। সুস্থ হয়ে উঠেছেন ১১ লাখ ২৬ হাজার ২৭৫ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + four =

Back to top button