Lead Newsতথ্যপ্রযুক্তি

এবছর বিশ্বে রাজত্ব করবে যেসব প্রযুক্তি

সময় গড়ানোর সাথে সাথে নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবন বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে। নতুন বছরে প্রযুক্তি জগতের দিকে তাকিয়ে আছে অনেক প্রতিষ্ঠান ও বিনিয়োগকারী। কিছু প্রযুক্তি এখনই উঠে এসেছে আগ্রহের কেন্দ্রে। এমনই কিছু খাত তুলে ধরেছে মার্কিন গবেষণা প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট মনিটর।

কৃত্রিম বুদ্ধিমত্তা
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার বিরুদ্ধে অভিযোগ অনেক। তারপরও ২০২২ সালে আরও বেশি প্রায়োগিক ভূমিকায় দেখা যাবে এ প্রযুক্তিকে। বিদায়ী বছরে কৃত্রিম বুদ্ধিমত্তার বাজার ছিল ৬ হাজার ৭০০ কোটি ডলারের। ২০২৫ সালে এটি ১৯ হাজার কোটি ডলারে পৌঁছাবে।

মেটাভার্স
ফেসবুক প্রতিষ্ঠানের মেটাভার্স হলো এমন এক ভার্চুয়াল দুনিয়া, যেখানে বাস্তবের মতো একে-অপরের সঙ্গে যোগাযোগ এবং অভিজ্ঞতা ভাগাভাগি করা সম্ভব। ব্লুমবার্গ ইন্টেলিজেন্স বলছে, ২০২৪ সালের মধ্যে বৈশ্বিক মেটাভার্সে বিনিয়োগের পরিমাণ ৮০ হাজার কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে। বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠান এরইমধ্যে এতে বিনিয়োগ করতে শুরু করেছে। ২০২১ সালে মেটা নিজেই এ খাতে বিনিয়োগ করেছে অন্তত এক হাজার কোটি ডলার।

কোয়ান্টাম কম্পিউটিং
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ২০২২ সালটা হবে কোয়ান্টাম কম্পিউটিং-এর। তবে এতে দক্ষ জনবলের সংকটও দেখা দেবে৷

ক্লাউড কম্পিউটিং
ক্লাউড কম্পিউটিং-এর বাজার ২০২১ সালের চেয়ে ১৩ শতাংশ বাড়বে এ বছর। যার পরিমাণ হবে প্রায় ৬১ হাজার কোটি ডলার। এ বছর ক্লাউড সার্ভিসের গুরুত্ব আরও বাড়বে। তবে বেশি গুরুত্বপূর্ণ হবে ডাটা সেন্টার সিকিউরিটি৷ পাশাপাশি ২০২২ সালে সাইবার সিকিউরিটিতেও বিনিয়োগ বাড়ার পূর্বাভাস দিয়েছেন বিশ্লেষকরা।

এ ছাড়া ২০২২ সালে ফিনটেক, ক্রিপ্টোকারেন্সি, ইলেকট্রিক গাড়ি, ব্যাটারি, ফাইভ-জি ও রোবটিকসের মতো খাতগুলো সম্প্রসারিত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 15 =

Back to top button