BreakingLead Newsধর্ম ও জীবন

এবারও বিদেশি হজযাত্রীদের প্রবেশ নিষিদ্ধের পরিকল্পনা সৌদির

গতবারের মতো এবছরও বিদেশ থেকে কাউকে হজের অনুমতি না দেয়ার চিন্তা করছে সৌদি সরকার। সৌদি আরবের হজসংশ্লিষ্ট সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এমন পরিকল্পনার কথা জানিয়েছে।

মহামারির প্রকোপের সঙ্গে সীমিত পরিসরে হজ আয়োজনের কারণ হিসেবে দেশে দেশে করোনাভাইরাসের নতুন নতুন ধরনের প্রাদুর্ভাব শুরুর বিষয়টি নিয়ে ঝুঁকির কথাও জানিয়েছে তারা।

রিপোর্টে বলা হয়, সৌদি আরবের নাগরিক ও বাসিন্দাদের মধ্যে যারা করোনার টিকা নিয়েছেন কিংবা করোনায় আক্রান্ত হলেও হজের কমপক্ষে দুই মাস আগে সুস্থ হয়েছেন তাদের নিয়ে গতবারের মতো এবারও সীমিত পরিসরে হজ আয়োজনের পরিকল্পনা চলছে।

এবারের হজে বিদেশ থেকে কারও অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা দেয়ার ব্যাপারে সৌদি সরকারের মধ্যে আলোচনা চললেও বিষয়টি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে রিপোর্টে জানানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 12 =

Back to top button