এবার একই পরিবারের তিনজন করোনাইরাসে আক্রান্ত
বাংলাদেশে আরো তিনজনের মধ্যে করোনাইরাস শনাক্ত করা গেছে।
স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক আবুল কালাম আজাদ আজ দুপুরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
এনিয়ে বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা হলো ১৭ জন।
৮ই মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়। সেসময় তিনজন করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হওয়ার তথ্য জানায় আইইডিসিআর।
এরপর ১৪ই মার্চ শনিবার রাতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরো দু’জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হওয়ার তথ্য জানান।
পরবর্তীতে সোমবার তিনজন এবং মঙ্গলবার আরো দু’জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হওয়ার তথ্য জানানো হয়।
বুধবার সংবাদ সম্মেলনে বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত প্রথম ব্যক্তির মৃত্য সংবদা নিশ্চিত করেন আইইডিসিআরের পরিচালক।
পাশাপাশি বুধবার আক্রান্ত চারজনের তথ্যও জানানো হয়।
আইইডিসিআরের পক্ষ থেকে জানানো হয় আক্রান্তদের সবাই বিদেশ ফেরত ব্যক্তিদের সংস্পর্শে এসেছিলেন।