Lead Newsকরোনাভাইরাসজাতীয়

এবার করোনায় আক্রান্ত হলেন সংসদ সদস্য

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্তের তালিকায় এবার এক সংসদ সদস্যের নাম যুক্ত হলো। আজ শুক্রবার বিকেলে উত্তরবঙ্গের নওগাঁ জেলার এক সংসদ সদস্যের করোনা শনাক্ত হয়েছে। দেশে এই প্রথম কোনো জনপ্রতিনিধি করোনায় আক্রান্ত হলেন।

মরণব্যাধী করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন নওগাঁ-২ আসনের ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য মো. শহীদুজ্জামান সরকার  হয়েছেন।

শুক্রবার রাতে গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ আতিউর রহমান আতিক।

তিনি বলেন, করোনার উপসর্গ দেখা দেয়ায় তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। আজ রিপোর্টে কোভিড-১৯ পজেটিভ এসেছে।

বাংলাদেশের সংসদ সদস্যদের মধ্যে তিনিই প্রথম করোনাভাইরাসে সংক্রমিত হলেন। এমপি শহীদুজ্জামান সরকার বর্তমানে ঢাকায় তার সরকারি বাসভবনে অবস্থান করছেন বলে জানা গেছে।

সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের জানান, ওই সাংসদ গত মঙ্গলবার নিজ নির্বাচনী এলাকা থেকে ঢাকায় আসেন। এরপর ন্যাম ভবনের বাসায় ওঠেন। এলাকা থেকে আসার পর শরীরে জ্বর দেখা দিলে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে তার নমুনা সংগ্রহ করা হয়। আজ বিকেলে তাকে জানানো হয়েছে, তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি রয়েছে।

ওই সংসদ সদস্য দশম সংসদের গুরুত্বপূর্ণ পদে ছিলেন জানিয়ে তিনি বলেন, ‘এ ঘটনায় সংসদ সচিবালয় থেকে ন্যাম ভবনের ওই ভবন লকডাউন করার চিন্তা ভাবনা করা হচ্ছে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 3 =

Back to top button