এবার কুড়িগ্রামে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪
কুড়িগ্রাম জেলার উলিপুরে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার তবকপুর ইউনিয়নের বড়ুয়া তবকপুর গ্রামের কায়সার আলী, আবু বক্কর, সোবাহান আলী লিটন ও মোমিনুল ইসলাম।
এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে উলিপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, উলিপুর পৌরসভার বলদীপাড়া গ্রামের এক সন্তানের জননী ওই গৃহবধূর সাথে একই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে রবিউল ইসলামের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ২৫ সেপ্টেম্বর রাতে বিয়ের আশ্বাস দেখিয়ে গৃহবধূকে ডেকে নেয় রবিউল।
পরে তার সহযোগী আবু বক্করকে সাথে নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে উপজেলার তবকপুর ইউনিয়নের বড়ুয়া তবকপুর রাজারঘাট গ্রামের আবুল হোসেনের ছেলে মোমিনুলের বাড়িতে নিয়ে যায়। এরপর নির্জন বাড়িতে রবিউল ইসলামসহ আটক চারজন ওই গৃহবধূকে ধর্ষণ করে।
এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে মামলা করলে শনিবার দুপুরে চারজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে পুলিশ।
উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রুহুল আমিন বলেন, ‘ঘটনার মূল আসামি রবিউলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’