এবার ঢাকায় হবে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন
বন্দর নগরী চট্টগ্রামের পর এবার রাজধানী ঢাকায় উৎপাদিত হবে বর্জ্য থেকে বিদ্যুৎ। জমি অধিগ্রহণ, যন্ত্রপাতি ক্রয়সহ দুই পর্বে এই প্রকল্পে ব্যয় হবে প্রায় ২ হাজার কোটি টাকা। ঢাকা উত্তর সিটি করপোরেশন এই প্রকল্প বাস্তবায়ন করবে।
সংশ্লিষ্ট সূত্র মতে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) দৈনিক জমা হওয়া গৃহস্থালি ও সাধারণ বর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেয়া হয়েছে। উত্তর সিটির বর্জ্যকে কাজে লাগিয়ে আমিনবাজার ল্যান্ডফিলে এ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ করা হবে বলে জানা গেছে। সফলতা পেলে পরবর্তীতে ঢাকা দক্ষিণে এমন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করার পরিকল্পনা রয়েছে।
এই বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ইতোমধ্যে যৌথভাবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ, বিদ্যুৎ মন্ত্রণালয় ও ডিএনসিসি এই প্রকল্পটি হাতে নিয়েছে। ডিএনসিসির এ প্রকল্পের আওতায় বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহ প্রকাশ করে আবেদন করেছে দেশি বিদেশি ১৭ প্রতিষ্ঠান। এর মধ্যে প্রাথমিকভাবে যাচাই বাছাই শেষে চার প্রতিষ্ঠানের নাম প্রস্তাব করা হয়েছে।
সূত্র জানায়, স্থানীয় সরকার মন্ত্রণালয় ১ সেপ্টেম্বর বিদ্যুৎ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে ডিএনসিসির প্রস্তাব যাচাই বাছাই শেষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চিঠি দেয়।অন্যদিকে বছরখানেক আগে ভিন্ন আরেক প্রকল্পের উদ্যোগ গ্রহণ করেছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।
সে প্রকল্পের আওতায় বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ৭২৫ কোটি টাকা ব্যয়ে ‘মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল সম্প্রসারণসহ ভূমি উন্নয়ন’ প্রকল্পের জন্য প্রায় ৮১ একর ভূমি অধিগ্রহণ কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে ডিএসসিসি সূত্রে জানা গেছে।
এ প্রকল্পে নতুন সম্প্রসারিত ৮১ একরের মধ্যে ৫০ একর ল্যান্ডফিল ও ৩১ একর জায়গা বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হবে। এতে বড় ধরনের একটি দগ্ধকরণ অংশ নির্মাণ করা হবে। যেখানে দুটি পৃথক অংশ থাকবে যার একটিতে সাধারণ বর্জ্য এবং অন্যটিতে ইলেক্ট্রনিক বর্জ্য দগ্ধ করা হবে।
এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা খন্দকার মিল্লাতুল ইসলাম জানিয়েছেন, মাতুয়াইল ল্যান্ডফিল সম্প্রসারণের জন্য ৮১ একর জমি অধিগ্রহণের কাজ শেষের দিকে। অধিগ্রহণ শেষে ল্যান্ডফিল সম্প্রসারণ শুরু হবে। ইনসিনারেশন প্রক্রিয়ায় বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ ছাড়াও ৮২৬ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে ‘আমিনবাজার ল্যান্ডফিল সম্প্রসারণ ও আধুনিকীকরণ প্রকল্প’ হাতে নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।