এবার স্বাস্থ্য অধিদফতরে অবস্থান ধর্মঘট পালন করার ঘোষণা দিয়েছেন সরকারি মেডিকেল টেকনোলজিস্টরা। বেশকিছু দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা মহানগরের সরকারি ও বেসরকারি পর্যায়ে কর্মরত মেডিকেল টেকনোলজিস্টরা রোববার থেকে এ অবস্থান ধর্মঘট পালন করবেন।
শনিবার বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন (বিএমটিএ) থেকে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের কাছে পাঠানো দাবি সংবলিত এক চিঠিতে এ ঘোষণা দেয়া হয়েছে।
দাবিগুলো হল- বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন (বিএমটিএ) কর্তৃক চাকরির শুরুতে দশম গ্রেড প্রদান, মেডিকেল টেকনোলজিস্টদের জন্য নতুন পদ সৃষ্টি, স্বাস্থ্য বিভাগের গাফিলতির কারণে বয়সোত্তীর্ণ মেডিকেল টেকনোলজিস্টদের বয়স প্রমার্জনা করে ২০ হাজার বেকার মেডিকেল টেকনোলজিস্টকে নির্বাহী আদেশে নিয়োগ প্রদান, অস্বচ্ছ প্রক্রিয়ায় ১৮৩ জন মেডিকেল টেকনোলজিস্টের স্থায়ী নিয়োগের সুপারিশ অবিলম্বে বাতিলকরণ এবং এই অনিয়ম/দুর্নীতির সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, স্বেচ্ছাসেবক/অস্থায়ী ভিত্তিতে/মাস্টাররোলের মাধ্যমে মেডিকেল টেকনোলজিস্ট পদে নিয়োগ বন্ধকরণ, প্রধানমন্ত্রীর নির্দেশে সৃজিত ১২০০ মেডিকেল টেকনোলজিস্ট পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ এবং বিধি মোতাবেক নিয়োগ প্রদান, সুপ্রিম কোর্টের আদেশ এবং প্রধানমন্ত্রীর নির্দেশে গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশ মোতাবেক ওয়ান আমব্রেলা কনসেপ্ট বাস্তবায়ন এবং কারিগরি শিক্ষাবোর্ড সংশ্লিষ্টদের মামলায় চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কারিগরি শিক্ষাবোর্ড থেকে পাশকৃতদেরকে স্বাস্থ্য বিভাগে নিয়োগ না দেয়া। এ ছাড়াও আরও বেশ কয়েকটি দাবি রয়েছে তাদের।
চিঠিতে বলা হয়, এসব দাবিগুলো অবিলম্বে বাস্তবায়নের জন্য পরিচালক (প্রশাসন)সহ আপনার বরাবর একাধিবার আবেদন পেশ এবং ব্যক্তিগতভাবে যোগাযোগ করার পর সারা বাংলাদেশে সরকারি এবং বেসরকারি পর্যায়ে কর্মরত মেডিকেল টেকনোলজিস্টরা তিন দিনব্যাপী কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করা সত্ত্বেও দাবিগুলো বাস্তবায়নে দৃশ্যমান কোনো অগ্রগতি সাধিত হয়নি। এমনকি দাবি বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণেও আশানুরূপ উদ্যোগ পরিলক্ষিত হয়নি। তাই এসব দাবি আদায়ের লক্ষ্যে রোববার থেকে স্বাস্থ্য অধিদফতরে ঢাকা মহানগরের সরকারি ও বেসরকারি পর্যায়ে কর্মরত মেডিকেল টেকনোলজিস্টরা এ অবস্থান ধর্মঘট পালন করবেন।
সূত্রে জানা গেছে, মেডিকেল টেকনোলজিস্টরা আপাতত কয়েকদিন দুই ঘণ্টা করে অবস্থান ধর্মঘট পালন করবেন। এরমধ্যে দাবি আদায় না হলে তারা পূর্ণ কর্মদিবস এই অবস্থান ধর্মঘট পালন করবেন।