আন্তর্জাতিককরোনাভাইরাসধর্ম ও জীবন

এবার মসজিদে তারাবির অনুমতি দিল ইন্দোনেশিয়া

করোনাভাইরাসের বিস্তার রোধে গোটা বিশ্ব যখন সামাজিক দূরত্ব রক্ষা করে চলছে তখন জামাতের সঙ্গে মসজিদে তারবিহর নামাজ আদায়ের অনুমতি দিয়েছে ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশ। দেশটির সর্বউত্তরের এই প্রদেশ সমবেত হয়ে প্রার্থনার ওপর সরকার যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার বিরুদ্ধে এমন অনুমতি প্রদান করলো।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, আসন্ন রমজান উপলক্ষে জামাতের সঙ্গে তারাবিহর নামাজ আদায়ের এই সিদ্ধান্ত করোনার ব্যাপক বিস্তারের সহায়ক পরিবেশ তৈরি করবে। তার ওপর এশিয়ায় করোনায় আক্রান্ত ও মৃতের দিকে থেকে উপরের দিকে রয়েছে এই দ্বীপরাষ্ট্রটি।

চলতি মাসের শুরুর দিকে ইন্দোনেশিয়ার ধর্মমন্ত্রী রমজানে নামাজ আদায় সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেন; যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে। তিনি ওই নির্দেশনায় মুসলিম ধর্মাবালম্বীদের ঘরের ভেতর নামাজ আদায়ের আহ্বান জানান। এছাড়া মসজিদে যত কম যাওয়া যায় তা করার জন্য অনুরোধ করেন।

ইন্দোনেশিয়ার একমাত্র প্রদেশ হিসেবে আচেহতে শরিয়াহ আইন প্রচলিত। প্রদেশটির সরকার বড় বড় মসজিদগুলোতে তারাবিহর নামাজ আদায়ের অনুমতি দিয়েছে। তবে সবাইকে মাস্ক ও নিজ নিজ জায়নামাজ সঙ্গে করে মসজিদে প্রবেশ করার নির্দেশনাও জারি করেছে কর্তৃপক্ষ।

স্থানীয় বার্তা সংস্থা আনতারার প্রতিবেদন অনুযায়ী আচেহ ওলামা কনস্যুলেটিভ অ্যাসেম্বিলির ভাইস চেয়ারম্যান টেংকু ফয়সাল আসলি বলেছেন, ‌‘আগের মতোই মুসলিমরা তাদের মসজিদে তারাবিহর নামাজ আদায় করতে পারবে। তবে আমরা আশা করছি তারা মাস্ক পরার মাধ্যমে তাদের স্বাস্থ্যগত ঝুঁকির বিষয়টিও খেয়াল রাখবে।’

ইন্দোনেশিয়ায় প্রাদুর্ভাব শুরুর পর এখন পর্যন্ত ৭ হাজার ৪১৮ জন করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগী শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে বুধবার পর্যন্ত ৬৩৫ জন মারা গেছেন। যা দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। আর আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন মাত্র ৯১৩ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 4 =

Back to top button