Lead Newsকরোনাভাইরাসধর্ম ও জীবন

এবার মসজিদে তারাবি বন্ধ করল সৌদি আরব

আর মাত্র কয়েকদিন পরেই শুরু হচ্ছে মুসলমানদের সবচেয়ে পবিত্র মাস মাহে রমজান। রোজা রাখার পাশাপাশি এই মাসে মসজিদে জামাতে তারাবি নামাজ আদায় অন্যতম উল্লেখযোগ্য একটি ইবাদত। তবে এবছর মহামারি করোনাভাইরাসের কারণে অনেক দেশই মসজিদে নামাজ আদায় বন্ধ করেছে। আগে ওমরা হজ স্থগিত করা সৌদি আরব এবার মসজিদে তারাবি নামাজ স্থগিত করেছে।

সংবাদমাধ্যম গালফ নিউজের খবরে বলা হয়েছে, আসন্ন রমজানে সব মসজিদে তারাবি নামাজ স্থগিত করে মুসল্লিদের মসজিদের পরিবর্তে নিজ নিজ ঘরে তারাবি নামাজ পড়ার অনুরোধ করেছে সৌদি আরবের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

সৌদির ধর্মমন্ত্রী ড. আব্দুল লতিফ আল শেখ বলেছেন, ‘করোনার কারণে মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় স্থগিতের চেয়েও তারাবি নামাজ স্থগিত গুরুত্বপূর্ণ। কারণ এ নামাজে মানুষ সমাগম বেশি হয়। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করবো মসজিদ কিংবা ঘর, যেখানেই তারাবি আদায় করা হোক না কেন তিনি যেন আমাদের প্রার্থনা কবুল করেন। মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা করেই এ সিদ্ধান্ত নিয়েছি।’

মহামারি করোনা দুর্যোগ কাটিয়ে উঠার জন্য আব্দুল লতিফ আল শেখ সকল নাগরিককে আল্লাহর কাছে প্রার্থনা করার অনুরোধও জানান।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতদের জানাজায় ৫-৬ জনের বেশি উপস্থিত হওয়া যাবে না বলেও নির্দেশনা জারি করেছে সৌদি ধর্ম মন্ত্রণালয়।

ধর্মমন্ত্রী বলেছেন, ‘কবরস্থানে জানাজার নামাজে মৃতের আত্মীয়দের পাঁচ থেকে ছয়জনের বেশি জড়ো হওয়া ঠিক নয়। এতে ভাইরাসটি ছড়িয়ে পড়তে পারে। বাড়িতে অবস্থান করে মৃত ব্যক্তির জন্য বেশি করে প্রার্থনা করা উচিত।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী সোমবার সকাল পর্যন্ত সৌদি আরবে ৪ হাজার ৪৬২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে এখন পর্যন্ত মারা গেছেন ৫৯ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − seven =

Back to top button