সম্মান ও স্বীকৃতি
এশিয়ান আর্চারিতে বাংলাদেশের জোড়া সাফল্য
এশিয়ান আর্চারিতে জোড়া পদক জিতেছে বাংলাদেশ।একটি পদক এসেছে নাসরিন আক্তার, বিউটি রায় ও দিয়ার হাত ধরে। রিকার্ভ মহিলা দলগত বিভাগে তারা জেতেন ব্রোঞ্জ।
অপর পদক এসেছে রিকার্ভ পুরুষ দলগত বিভাগ থেকে। এটি এসেছে রোমান সানা ও রামকৃষ্ণ সাহা ও রুবেলের হাত ধরে। বুধবার আর্মি স্টেডিয়ামে ব্রোঞ্জের লড়াইয়ে ভিয়েতনামকে ৫-৩ ব্যবধানে হারান দিয়া, নাসরিন ও বিউটি।
অপরদিকে রিকার্ভ পুরুষ দলগত বিভাগে রোমান সানা ও রামকৃষ্ণ সাহা ও রুবেলের গড়া দল ৬-২ সেট পয়েন্টে কাজাখস্থানকে হারিয়ে ব্রোঞ্জ জিতে নেয়।
মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও দিয়া সিদ্দিকীর রিকার্ভ মিশ্র দ্বৈতের ফাইনালে ওঠার মধ্য দিয়ে একটি পদক পাওয়া আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। রিকার্ভ মিশ্র দ্বৈতের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৯ নভেম্বর, প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া।