স্বাস্থ্য মন্ত্রণালয়ের গণটিকাদান কর্মসূচি শুরু হওয়ায় আগের নিবন্ধনের এসএমএস না পেয়েও টিকাকেন্দ্রে ভিড় করছেন অনেকেই। তাই জনসমাগম এড়াতে তাদের এসএমএস ছাড়া টিকাকেন্দ্রে না আসার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
মহামারি করোনাভাইরাস প্রতিরোধে সারা দেশে চলমান গণটিকাদান কর্মসূচির পাশাপাশি আগে থেকে নিবন্ধন করে টিকা নেয়ার কর্মসূচিও অব্যাহত আছে। অনেকেই নিবন্ধন করলেও এসএমএস পাননি, তারা বিভিন্ন টিকাকেন্দ্রে ভিড় করছেন। টিকাকেন্দ্রে দীর্ঘ লাইনে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। এমন বাস্তবতায় এসএমএস বার্তা ছাড়া টিকাকেন্দ্রে ভিড় না করার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
দেশে করোনাভাইরাস পরিস্থিতির সার্বিক বিষয় নিয়ে রোববার অনলাইনে স্বাস্থ্য বুলেটিনে এসে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র নাজমুল ইসলাম এমন পরামর্শ দিয়েছেন। গণটিকার অংশ হিসেবে নগর স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ৩০০ থেকে ৩৫০ টিকা দেয়া হচ্ছে। এই টিকা নিতে এসে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে লাইনে। দীর্ঘ লাইনে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। এমন পরিস্থিতিতে সংক্রমণ বাড়ার আশঙ্কা রয়েছে।
নাজমুল ইসলাম বলেন, আমরা বারবার সবার কাছে অনুরোধ করেছি। এসএমএস পাওয়ার পরে টিকাকেন্দ্রে যাওয়ার জন্য। এসএমএস না পেয়ে টিকাকেন্দ্রে গিয়ে অহেতুক ভিড় করবেন না।’
নাজমুল ইসলাম আরও বলেন, ‘একটু সুশৃঙ্খল হলে, টিকাকেন্দ্রে জনসমাগম অনেকটা কমে আসবে। অন্য বা গণটিকা কার্যক্রম চলছে যেসব কেন্দ্রে, সেসব কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে। এখানে প্রশাসনের সঙ্গে তারা কাজ করছে। তাদের সকলের সহযোগিতা নিয়ে কাজ করলে আমরা আশা করি এই সমস্যা থাকবে না।’