এসএ গেমসে (দক্ষিণ এশিয়ান গেমস) এবারের আসরে মঙ্গলবার স্বর্ণময় এক সকালের দেখা পেল বাংলাদেশ। আসরের দ্বিতীয় দিনের সকালে পরপর তিনটি স্বর্ণ পদক জয় করেছে বাংলাদেশের এথলেটরা।
কারাতের কুমি ইভেন্টে পুরুষ এককে অনূর্ধ্ব-৬০ কেজি ওজন শ্রেণিতে ফাইনালে পাকিস্তানের জাফরকে ৭-৩ পয়েন্টে হারিয়ে এদিন সকালে দেশকে দিনের প্রথম স্বর্ন পদক এনে দেন আল আমিন। খবর ইউএনবি নিউজ।
বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাথলেট আল আমিনের পর একইদিনে বাংলাদেশ সেনাবাহিনীর অপর অ্যাথলেট ফেরদৌস একক কেরাতে ৬৭ কেজির ইভেন্টে রৌপ্য পদক পেয়েছেন।
পরবর্তীতে, এসএ গেমসে বাংলাদেশের হয়ে প্রথম মেয়ে অ্যাথলেট এবং দিনের দ্বিতীয় স্বর্ণ নিয়ে আসেন মারজানা আক্তার পিয়া। কারাতে মেয়েদের কুমিতে অনূর্ধ্ব ৫৫ কেজির ফাইনালে পাকিস্তানের কউসার সানাকে ৪-৩ পয়েন্টে হারান তিনি।
আর বাংলাদেশকে প্রথম পদক এনে দেয়া হুমায়রা আক্তার মেয়েদের কুমিতে অনূর্ধ্ব ৬১ কেজির ফাইনালে স্বাগতিক নেপালের আনু গুরংকে ৫-২ পয়েন্টে হারিয়ে কারাতে থেকে দিনের তৃতীয় এবং অোসরের চতুর্থ স্বর্ণ পদক এনে দেন।
এর আগে, এসএ গেমসের ১৩তম আসরে তায়কোয়ান্দো থেকে প্রথম সোনা পায় বাংলাদেশ। নিজের ইভেন্ট পুমসে সেরা হয়ে দিপু চাকমা এনে দেন এ পুরস্কারটি।
আসরের দ্বিতীয় দিনে সোমবার ছেলেদের ২৯ (প্লাস) বয়স ক্যাটাগরিতে ৮ দশমিক ২৮ ও ৭ দশমিক ৯৬ স্কোর গড়ে সেরা হন দিপু। অপরদিকে, মেয়েদের একক কারাতে থেকে ব্রোঞ্জ জেতার মাধ্যমে দেশকে প্রথম পদক এনে দেন হোমায়রা আক্তার।