Lead Newsআন্তর্জাতিক

ঐতিহাসিক বাবরি মসজিদ মামলার রায় ৩০শে সেপ্টেম্বর

আদভানিসহ বিজেপির অভিযুক্ত নেতাদের আদালতে হাজিরের নির্দেশ।

অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙে দেয়ার মামলার রায় ঘোষণা হবে ৩০শে সেপ্টেম্বর। প্রায় ২৮ বছর পর এ মামলার রায় ঘোষণা করা হবে। রায় ঘোষণার দিন অভিযুক্ত বিজেপির জ্যেষ্ঠ নেতা লালকৃষ্ণ আদভানিসহ সবাইকে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার সিবিআইয়ের বিশেষ আদালতে শেষ হয় এই মামলার শুনানি৷ বর্তমানে যেখানে রাম মন্দির তৈরির কাজ চলছে সেখানেই ছিল বাবরি মসজিদ। কিন্তু একাধিক বিতর্ক, ধর্মান্ধতা ও রাজনৈতিক অস্থিরতার শিকার হয় বাবরি।

১৯৯২ সালের ডিসেম্বরে গুঁড়িয়ে দেয়া হয় ১৫ শতকের ঐতিহ্যবাহী বাবরি মসজিদ। বিজেপির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লালকৃষ্ণ আদভানি, মুরলী মনোহর জোসি, উমা ভারতী, প্রাক্তন রাজ্যপাল ও  উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং, বিজেপি নেতা বিনয় কাটিয়ার সহ একাধিক ব্যক্তিত্ব এই মামলায় অভিযুক্ত।  

এই মামলায় ৩২ জন অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছিল সিবিআই, যার মধ্যে ১৭ জনই বিচার চলাকালে মারা গেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 13 =

Back to top button