উঠে গেল ওমরাহ পালনে নিষেধাজ্ঞা; বিভিন্ন দেশ থেকে ১০,০০০ মানুষ সৌদিতে
কঠোর স্বাস্থ্যবিধি মেনে আজ থেকে সৌদি আরবে ওমরাহ্ করার সুযোগ পাচ্ছেন বিদেশিরা। এরই মধ্যে বিভিন্ন দেশ থেকে ১০ হাজার মানুষ পৌঁছেছেন সেখানে।
দেশটির হজ্জ ও ওমরাহ্ উপমন্ত্রী জানান, ওমরাহ্ পালনকারীদের সৌদিতে পৌঁছানোর পর অবশ্যই তিনদিনের আইসোলেশনে থাকতে হবে। সেই সঙ্গে মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি।
১০ দিন সৌদিতে থাকার অনুমতি পাবেন তারা। কারও করোনা শনাক্ত হলে পর্যবেক্ষণে রাখা হবে। করোনার কারণে সাত মাস পর গত ৪ঠা অক্টোবর থেকে সীমিত পরিসরে চার ধাপে ওমরাহ্ চালুর ঘোষণা দেওয়া হয়।
এতোদিন শুধু সৌদি আরবের নাগরিক ও প্রবাসীরা ওমরাহ্ পালনের অনুমতি পেয়েছিলেন। তবে আজ থেকে বিদেশিরাও ওমরাহ্তে অংশ নিতে পারবেন।
গত বছর এই উপসাগরীয় দেশটিতে ১ কোটি ৯০ লাখ হজযাত্রী ওমরাহ্ পালন করেছেন। মহামারি শুরুর আগে পবিত্র মক্কা-মদীনার ১৩শ’র বেশি হোটেল এবং কয়েকশ স্টোর হজযাত্রীদের সেবায় নিয়োজিত ছিল।
কিন্তু গত কয়েক মাসে এই চিত্র একেবারেই পাল্টে গেছে। সর্বত্রই নীরবতা চোখে পড়েছে। তবে হজ ও ওমরাহ্ করার অনুমতি দেওয়া হলেও কাবা স্পর্শ করার অনুমতি দেওয়া হয়নি।