জাতীয়
ওমরাহ কার্যক্রমে আগ্রহী এজেন্সির তালিকা করছে ধর্ম মন্ত্রণালয়
করোনাভাইরাস মহামারীর মধ্যে সৌদি আরব ওমরাহ হজ পালনে কোনো এজেন্সির দাঁড়ায় মানুষ যেন প্রতারণার শিকার না হয়। সেজন্য বৈধ ওমরা এজেন্সির তালিকা করতে যাচ্ছে ধর্ম মন্ত্রণালয়।
ওমরাহ এজেন্সিগুলোকে আগামী ১৫ নভেম্বরের মধ্যে ধর্ম সচিব বরাবর নিজস্ব প্যাডে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
নিদের্শনায় বলা হয়েছে, মেয়াদ উত্তীর্ণ ওমরাহ এজেন্সি অথবা ৩১ ডিসেম্বরের মধ্যে মেয়াদ উত্তীর্ণ হবে এমন এজেন্সিকে লাইসেন্স নবায়নের ক্ষেত্রে নবায়ন ফি ১৫ শতাংশ ভ্যাট বাবদ প্রযোজ্য অর্থ এবং অন্যান্য সব প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করতে নির্দেশ দেওয়া হয়েছে।