Lead Newsক্রিকেটখেলাধুলা

ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সুখবর পেল বাংলাদেশ

টেস্ট ক্রিকেটে র‌্যাঙ্কিংয়ে এখনো নিচের সারির দল বাংলাদেশ। এর মধ্যেই এই ফরম্যাটে আরো পাঁচ রেটিং পয়েন্ট হারিয়েছে তারা। টেস্ট র‌্যাঙ্কিংয়ে পয়েন্ট হারালেও ওয়ানডেতে এক রেটিং পয়েন্ট ও টি-টোয়েন্টিতে দুই রেটিং পয়েন্ট বেড়েছে বাংলাদেশের।

আজ শুক্রবার র‌্যাঙ্কিংয়ে নতুন হালনাগাদ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। নতুন র‌্যাঙ্কিংয়ে বড় সুখবর পেয়েছে অস্ট্রেলিয়া। ক্রিকেটের দুই ফরম্যাটে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তানকে টপকে শীর্ষস্থানে উঠেছে অসিরা।

টেস্টে ৫ পয়েন্ট হারিয়ে নয় নম্বরে থাকা বাংলাদেশের বর্তমান রেটিং পয়েন্ট ৫৫। আটে থাকা ওয়েস্ট ইন্ডিজও হারিয়েছে পয়েন্ট। তবে ২ পয়েন্ট হারিয়েও ক্যারিবিয়ানরা বাংলাদেশ থেকে বেশ এগিয়ে, তাদের পয়েন্ট ৭৯।

অস্ট্রেলিয়ার নামের পাশে যোগ হয়েছে আট পয়েন্ট। তাতে ভারতকে টপকে শীর্ষে ফিরছে তারা। শীর্ষ থেকে তিনে নেমেছে ভারত। দ্বিতীয় স্থানে আছে নিউজিল্যান্ড। চতুর্থ স্থানে আছে ইংল্যান্ড।

ওয়ানডেতে এক পয়েন্ট যোগ হলেও ৮৮ রেটিং নিয়ে সাতেই আছে বাংলাদেশ। ছয়ে থাকা পাকিস্তানের পয়েন্ট ১০২। ৮৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশের পেছনে আছে শ্রীলঙ্কা। এরপর ৭৬ পয়েন্ট নিয়ে নয় নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজ। এ ছাড়া ওয়ানডের শীর্ষস্থানে কোনো বদল আসেনি। এক নম্বরে আছে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড, দুইয়ে ভারত।

অন্যদিকে, টি-টোয়েন্টিতে ২২৯ রেটিং পয়েন্ট নিয়ে অষ্টম অবস্থানে আছে বাংলাদেশ। সমান পয়েন্ট নিয়ে ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে নবম অবস্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টিতেও শীর্ষে অস্ট্রেলিয়া। হালনাগাদে তাদের রেটিং পয়েন্ট বেড়েছে নয়। ২৭৮ পয়েন্ট পাওয়া অস্ট্রেলিয়ার চেয়ে ১০ পয়েন্ট পেছনে থেকে দুইয়ে ইংল্যান্ড। ২৬৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ভারত। ১০ পয়েন্ট হারিয়ে চারে নেমে গেছে পাকিস্তান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 9 =

Back to top button