কর্পোরেট

ওয়ালটন এসি অনলাইনে ক্রয়ে ১০ শতাংশ মূল্যছাড়

করোনাভাইরাস মহামারির কারণে গৃহবন্দি মানুষ। ইলেকট্রনিক্স পণ্যের শোরুম বন্ধ। এ অবস্থায় ঘরে বসেই এয়ার কন্ডিশনার কেনার সুযোগ দিচ্ছে দেশের শীর্ষস্থানীয় ব্র্র্যান্ড ওয়ালটন। অনলাইনে প্রতিষ্ঠানটির এসি কেনার ক্ষেত্রে রয়েছে ১০ শতাংশ মূল্যছাড়। এছাড়া আছে ফ্রি ইন্সটলেশনসহ অসংখ্য সুবিধা। একইসঙ্গে থাকছে হোম ডেলিভারির ব্যবস্থা।

ওয়ালটনের ডেপুটি অপারেটিভ ডিরেক্টর মফিজুর রহমান জাকির জানান, বিশ্বের যেকোনও স্থান থেকে ঘরে বসেই এসিসহ সব ধরনের ওয়ালটন পণ্য কেনা যাচ্ছে। গ্রাহকরা ইপ্লাজা ডট ওয়ালটনবিডি ডটকম থেকে পছন্দের পণ্য কিনতে পারছেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ইপ্লাজা থেকে কেনা সব মডেলের এসিতে ১০ শতাংশ মূল্যছাড় পাচ্ছেন গ্রাহকরা। যথাযথ সুরক্ষা ব্যবস্থা অনুসরণ করে দেওয়া হচ্ছে হোম ডেলিভারি। ওয়ালটনের দক্ষ টেকনিশিয়ানরা বিনামূল্যে গ্রাহকদের এসি ইন্সটলেশন করে দিচ্ছেন।

জানা গেছে, যেকোনও মডেলের পুরনো এসির বদলে ২৫ শতাংশ মূল্যছাড়ে ওয়ালটনের নতুন এসি কেনার সুযোগ রয়েছে। মাত্র ৪ হাজার ৯০০ টাকা ডাউন পেমেন্টে নতুন এসি, ৩৬ মাসের সহজ কিস্তি, শূন্য সুদে ১২ মাসের ইএমআই, এসিতে একবছরের রিপ্লেসমেন্ট, ইনভার্টার এসির কম্প্রেসরে ১০ বছরের গ্যারান্টিসহ অসংখ্য সুবিধা দিচ্ছে ওয়ালটন।

ওয়ালটন এসির চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) মো. তানভীর রহমান বলেন, ‘দেশেই নিজস্ব কারখানায় সর্বাধুনিক প্রযুক্তি, মেশিনারিজ, আনুষঙ্গিক যন্ত্রাংশ ও কাঁচামাল দিয়ে এসি তৈরি করছে ওয়ালটন। পণ্যের মানোন্নয়নে ওয়ালটনের রয়েছে শক্তিশালী গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) টিম। প্রতিনিয়ত গবেষণায় ওয়ালটন এসিতে যুক্ত হচ্ছে সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচার।’

শিগগিরই ওয়ালটন বাজারে আনছে ভয়েস কমান্ড, থার্ড আই, ফ্রস্ট ক্লিন এবং ই-রিপিলার প্রযুক্তির অত্যাধুনিক এসি। আন্তর্জাতিক মানের এসব পণ্য রফতানি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে।

এদিকে করোনা দুর্যোগের কারণে যেসব এসির ওয়ারেন্টি ২৫ মার্চ থেকে ৩০ এপ্রিলের মধ্যে শেষ হচ্ছে, সেগুলোর মেয়াদ ৩১ মে পর্যন্ত বাড়িয়েছে ওয়ালটন। এ সময়ে অনলাইনে গ্রাহকদের সেবা দেওয়া হচ্ছে। পণ্য সংক্রান্ত যেকোনও সমস্যায় ওয়ালটনের হটলাইন নম্বরে (১৬২৬৭, ০৯৬১২৩১৬২৬৭) এবং অফিসিয়াল ফেসবুক পেজে) সেবা পাওয়া যাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + nine =

Back to top button