Lead Newsঅপরাধ ও দূর্ঘটনা

কক্সবাজারে কাভার্ডভ্যান-লেগুনার সংঘর্ষ, নিহত ৫

কাভার্ডভ্যান ও লেগুনার মধ্যে সংঘর্ষে কক্সবাজারের চকরিয়ায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬ জন।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার হারবাং বুড়ির দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দ্রুতগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে একটি যাত্রীবাহী লেগুনার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫ জন মারা গেছেন। এ ঘটনায় ৬ জনের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক। আহতদের স্থানীয় হাসপাতাল ও চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে।

চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান এ দুর্ঘটনায় ৫ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে কেউ নিশ্চিত করতে পারেনি। তবে তারা হারবাং এলাকার হতে পারে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশ আটক করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × one =

Back to top button