আন্তর্জাতিক
কথিত বন্দুকযুদ্ধে ভারতে ২৬ মাওবাদী যোদ্ধা নিহত
ভারতে কথিত বন্দুকযুদ্ধে অন্তত ২৬ মাওবাদী যোদ্ধা নিহত হয়েছে। শনিবার, ১৩ নভেম্বর, দেশটির মহারাষ্ট্র রাজ্যের গড়চিরোলি জেলায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে এক মাওবাদী নেতা রয়েছেন বলে খবর দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম।
স্থানীয় পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকালে এ ঘটনা ঘটে। এদিন সকালে মারদিনতলা বন্য এলাকার কোরচিতে সি-৬০ পুলিশ কমান্ডো দলের সঙ্গে মাওবাদী বিদ্রোহীদের সঙ্গে এই বন্দুকযুদ্ধ হয়।
ডিসট্রিক্ট পুলিশ সুপার অংকিত গয়াল সংবাদ মাধ্যমকে বলেন, এখন পর্যন্ত বন থেকে আমরা ২৬ জনের মরদেহ উদ্ধার করেছি। তবে নিহত মাওবাদীদের পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনি। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, নিহতের মধ্যে এক শীর্ষ মাওবাদী নেতা আছেন।