কন্যা সন্তানের বাবারা বেশী দিন বাঁচেনঃ গবেষণা
আধুনিক এই যুগে এসেও অনেকে এখনও কন্যা সন্তানকে ভালো চোখে দেখেন না । কন্যা সন্তানকে পরিবারের বোঝা মনে করেন, অনেকে আবার কন্যা সন্তানের জন্য হীনমন্যতায় ভোগেন ।
তবে গবেষণা বলছে অন্য কথা, কন্যা সন্তান হলে বাবার আয়ু বৃদ্ধি পায় । পোল্যান্ডের জাগিলোনিয়ান বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এমনটাই বলছেন । গবেষণা দেখা গেছে, পুত্রসন্তান বাবার আয়ুর ওপর কোনও প্রভাব ফেলে না। তবে কন্যা সন্তানের সঙ্গে বাবার আয়ুর এক সমানুপাতিক সম্পর্ক রয়েছে।
গবেষণায় উঠে এসেছে এমনি একটি চমকপ্রদ তথ্য। দেখা গেছে কন্যা সন্তানের বাবাদের আয়ু তুলনামূলক বেশি! বলা হয়েছে যে পুত্র সন্তানের জন্ম দেওয়া বাবা কিম্বা সন্তানহীন পুরুষদের তুলনায় কন্যা সন্তানের বাবারা বেশিদিন বাঁচেন।
প্রায় আড়াই হাজার জন মা ও আড়াই হাজার জন বাবার ওপর সমীক্ষা চালানো হয়। সন্তান জন্মের পর বাবার শারীরিক ও মানসিক অবস্থা কেমন থাকে, তার ওপর ছিল নজর। সেখান থেকেই উঠে আসে এমন তথ্য ।
গবেষণায় আরও বলা হয়, যার কন্যা সন্তান যত বেশি,তার আয়ু তত বেশী।