শোবিজ

করনের বাড়িতে পার্টির ভিডিও ভাইরাল, মাদকের ছড়াছড়ির অভিযোগ (ভিডিও-সহ)

করন জোহরের বাড়িতে পার্টির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়লে তা নিয়ে তীব্র সমালোচনা হয়, মাদক সেবনের অভিযোগ ওঠে করন সহ পার্টিতে থাকা বলিউড সেলিব্রেটিদের।

রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোন, শাহিদ কাপুর, ভিকি কৌশল, বরুণ ধাওয়ান সহ বলিউডের প্রথম সারির অজস্র অভিনেতা-অভিনেত্রী সেই পার্টিতে উপস্থিত ছিলেন। ঢুলু ঢুলু চোখ ছিল সবার। মুখ-চোখে মাদকের প্রভাব স্পষ্ট ছিল। এমনকী, ভিকি কৌশলের সামনে রাখা টেবিলে পাউডারের মতো দেখতে মাদক দ্রব্য থাকার ভিডিয়ো ফুটেজ দেখা গিয়েছিল। সেই পার্টির ভিডিও ফুটেজ এখন ভারতের প্রায় সব ইন্টারনেট ব্যবহারকারীরই দেখা। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে একাধিক সংবাদমাধ্যম, বহু জায়গায় সেই ভিডিও ফুটেজ চলেছে।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে অভিযোগের একাধিক আঙুল করণ জোহরের দিকে। বলিউডে তিনি নেপোটিজম-এর প্রচারক বলে অভিযোগ। এমনকী অনেকেই তাঁকে মুভি মাফিয়া বলেছেন। বলিউডে স্বজনপোষণের অভিযোগ নতুন নয়। সুশান্তের মৃত্যুর পর যেন তা বাঁধ ভেঙেছে। দীর্ঘদিনের এই প্রথা ভাঙার জন্য অনেকেই পথে নেমেছেন। আর সেই আন্দোলনে পুড়ছে করণ জোহরের কুশপুতুল। তাঁকেই যেন নেপোটিজম-এর অপদেবতা হিসাবে তুলে ধরা হয়েছে। করণ জোহর সব দেখেছেন, শুনেছেন, অবাক হয়েছেন। তবে এতদিন তেমন কিছু বলেননি এই নিয়ে। অনেকেই অভিযোগ করেছেন, তারকাদের সন্তান হলেই করণ জোহর সুযোগ পাইয়ে দিয়েছেন। আর সুশান্তের মতো প্রতিভাদের বারবার পিষে দিয়েছেন এই করণ জোহর।

Image

পরিস্থিতি অসহনীয় হয়ে ওঠায় এবার মুখ খুলতে বাধ্য হলেন করণ। তিনি টুইটারে এক পাতার বিবৃতি প্রকাশ করেছেন। সেখানে দাবি করেছেন, তিনি কোনওদিন মাদক সেবন করেননি। এবং কখনই কাউকে মাদক সেবন করার ব্যাপারে প্ররোচনা দেননি। তাঁর বাড়িতে কখনও কোনও পার্টিতে মাদকের ছড়াছড়ি হয়নি। যেসব ফুটেজ মিডিয়া দেখাচ্ছে সেগুলি সব ভুয়া। তাঁর সঙ্গে মাদকযোগের যে তথ্য তুলে ধরা হচ্ছে সেগুলি সব মিথ্যে। ২০১৯ সালেও তিনি এমন অভিযোগ মিথ্যে বলে দাবি করেছিলেন। এদিন তারও উল্লেখ করলেন করণ। করণ বলেছেন, ”একের পর মিথ্যে অভিযোগ ও ভুল খবরে আমার, ধর্ম প্রোডাকশন ও আমার পরিবারের উপর প্রভাব পড়ছে। আমাদের ঘৃণা ও উপহাসের পাত্র হিসাবে দেখা হচ্ছে।”

[embedyt] https://www.youtube.com/watch?v=ZskrE5I_Rdg[/embedyt]

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 2 =

Back to top button