করোনাভাইরাসজাতীয়
করোনামুক্ত হলেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম
করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।
বুধবার ( ২৪ জুন) ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সারোয়ার আলম লিখেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমত ও আপনাদের সকলের দোয়ার বদৌলতে COVID 19 (কোভিড-১৯) থেকে মুক্তি পেলাম। কৃতজ্ঞতা আপনাদের সকলের প্রতি।
সস্ত্রীক করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। গত ৬ জুন রাতে ফেসবুকে করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে তিনি লেখেন- ‘কোভিড-১৯ পরীক্ষায় ফলাফল পজিটিভ। আলহামদুলিল্লাহ, শারীরিকভাবে ভালো আছি। সবার নিকট দোয়া ও ক্ষমার দরখাস্ত রইল।’
তার স্ত্রী ঢাকা মেডিকেল কলেজের করোনা ইউনিটে ভর্তি হলেও বাসায় আইসোলেশনে ছিলেন সারোয়ার আলম।