করোনাকে জয় বাড়ি ফিরলেন ২ চিকিৎসক
মহামারি করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে রংপুরের করোনা আইসোলেসন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের দুই চিকিৎসক আব্দুল হালিম ও আফসানা লিজা।
সোমবার (৪ মে) দুপুরে ওই দুই চিকিৎসককে ছাড়পত্র দেওয়া হয়। এসময় হাসপাতালের তত্ত্বাবধায়কসহ অন্য চিকিৎসকরা ছাড়পত্র পাওয়া দুই চিকিৎসককে ফুল ও চিঠি দিয়ে শুভেচ্ছা জানান।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এস এম নুরুন্নবী জানান, গত ১৮ এপ্রিল ডা. আব্দুল হালিম এবং ১৯ এপ্রিল ডা. আফসানা লিজার করোনা ধরা পড়ে। এরপর ওই দুই চিকিৎসককে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেসন হাসপাতালে ভর্তি করা হয়। ১৪ দিন চিকিৎসাধীন থেকে গত ২৪ ঘণ্টায় তাদের পর পর দুইবার নমুনা পরীক্ষা করা হয়। এতে করোনা শনাক্ত না হওয়ায় তাদেরকে ছাড়পত্র দেওয়া হয়।
বর্তমানে এই হাসপাতালে চিকিৎসক ও নার্সসহ ১৫ জন চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান তিনি।