করোনাভাইরাসঃ দেশে একদিনে প্রাণহানি ৩৯, নতুন শনাক্ত ৩৫৩১
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩৯ জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৩ হাজার ৫৩১ জন।
এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে এক লাখ ১২ হাজার ৩০৬ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন এক হাজার ৪৬৪ জন।
রোববার দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।
তিনি বলেন, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৬০টি ল্যাবে ১৫ হাজার ৫৮৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আরো তিন হাজার ৫৩১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ১২ হাজার ৩০৬ জনে।
আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৯ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল এক হাজার ৪৬৪ জনে।
আইইডিসিআরের তথ্যানুযায়ী, হাসপাতাল ও বাসায় চিকিৎসা নিয়ে আরো ১ হাজার ৮৪ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ৪৫ হাজার ৭৭ জন সুস্থ হলেন।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৪ লাখ ৬৭ হাজার ১১। এছাড়া আক্রান্ত হয়েছেন ৮৯ লাখ ৩১ হাজার ৮১২ জন। সুস্থ হয়ে উঠেছেন ৪৭ লাখ ৪৯ হাজার ৫৪৪ জন।