করোনাভাইরাসঃ দেশে এক দিনে ১১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৯৬৯
দেশে বেড়েই চলছে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৯৬৯ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। এ নিয়ে সারা দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬৬৬০ জন।
গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে নতুন করে ১১ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৫০ জনে।
মঙ্গলবার (১২ মে) দুপুরে মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৯৬৯ জন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৬ হাজার ৬৬০ জনে।
ব্রিফিং এ অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, করোনাভাইরাসে একদিনে সুস্থ হয়েছেন ২৪৫ জন। এখন পর্যন্ত সারাদেশে মোট ৩ হাজার ১৪৭ জন সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৭৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। আর নমুনা সংগ্রহ করা হয় ৬ হাজার ৮৪৫টি। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১ লাখ ৩৬ হাজার ৬৩৮টি।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আরও জানান, এখন মোট ৩৮টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হচ্ছে। গতকাল পর্যন্ত ৩৭টি ল্যাবে পরীক্ষা হতো।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১১ ব্যক্তির মধ্যে ৭ জন পুরুষ এবং ৪ জন নারী বলে জানান ডা. নাসিমা সুলতানা।
বাংলাদেশে করোনার এর সর্বশেষ আপডেটঃ
গত ২৪ ঘণ্টায় | মোট | |
শনাক্ত | ৯৬৯ | ১৬,৬৬০ |
মৃত্যু | ১১ | ২৫০ |
সুস্থ | ২৪৫ | ৩,১৪৭ |
পরীক্ষা | ৬,৭৭৩ | ১,৩৬,৬৩৮ |
দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার তথ্যানুযায়ী মঙ্গলবার (১২ মে) পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২ লাখ ৮৭ হাজার ৩৩২ জন। এছাড়া এ ভাইরাস শনাক্ত হয়েছে ৪২ লাখ ৫৫ হাজার ৯৪০ জনের শরীরে।
আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ লাখ ২৭ হাজার ৪৮৭ জন। বর্তমানে চিকিৎসাধীন ২৪ লাখ ৪১ হাজার ১২১ জন। এদের মধ্যে ২৩ লাখ ৯৪ হাজার ১৮৫ জনের শরীরে মৃদু সংক্রমণ থাকলেও ৪৬ হাজার ৯৩৬ জনের অবস্থা গুরুতর।