Lead Newsকরোনাভাইরাসজাতীয়

করোনায় দেশে আক্রান্ত ২০ হাজার ছাড়াল, একদিনে সর্বোচ্চ শনাক্ত

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৫ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯৮ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ১২০২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল সংখ্যা ২০ হাজার  ৬৫ জন। একদিনে শনাক্তের সংখ্যা আজকেই সর্বোচ্চ। এর আগে একদিনে সর্বোচ্চ শনাক্ত ছিল ১১৬৯।

শুক্রবার (১৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।

ব্রিফিং এ  অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন,  গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৫৩৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। আর নমুনা সংগ্রহ করা হয় ৮ হাজার ৫৮২টি।  এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১ লাখ ৬০ হাজার ৫১২টি।

ঢাকায় ২০টি এবং ঢাকার বাইরে ২১টি ল্যাবসহ সারা দেশে মোট ৪১টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৫ ব্যক্তির মধ্যে ৭ জন পুরুষ এবং ৮ জন নারী।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ২৭৯জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৮২ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের সর্বশেষঃ

গত ২৪ ঘণ্টায় মোট
শনাক্ত ১,২০২ ২০,০৬৫
মৃত্যু ১৫ ২৯৮
সুস্থ ২৭৯ ৩,৮৮২
পরীক্ষা ৮,৫৮২ ১,৬০,৫১২

করোনায় আক্রান্ত হয়ে গতকাল বৃহস্পতিবার ১৪ জনের মৃত্যু হয়। আর শনাক্ত হয়েছে ১০৪১ জন। গতকালকের তুলনায় করোনা শনাক্ত  ও মৃতের সংখ্যা বেড়েছে।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × five =

Back to top button