করোনাভাইরাসঃ দেশে ২৪ ঘণ্টায় সংক্রমিত ৩৪৬২, মৃত্যু ৩৭
করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা দেশে বেড়েই চলছে। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩৭ জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৩ হাজার ৪৬২ জন।
এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ১৫৮২ জন। আর মোট শনাক্তের সংখ্যা এক লাখ ২২ হাজার ৬৬০জন।
বুধবার ( ২৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা.নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।
ব্রিফিং এ অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৭৩৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। ৬৬টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৬ লাখ ৬০ হাজার ৪৪৪টি।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৩১ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৮৯ হাজার ৬৬৬ জন।
বাংলাদেশে করোনার সর্বশেষঃ
গত ২৪ ঘণ্টায় | মোট | |
শনাক্ত | ৩৪৬২ | ১২২৬০৭ |
মৃ্ত্যু | ৩৭ | ১৫৮২ |
সুস্থ | ২০৩১ | ৪৯৬৬৬ |
পরীক্ষা | ১৬৪৩৩ | ৬৬০৪৪৪ |
দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
এদিকে বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে ৪ লাখ ৮০ হাজার ছাড়িয়েছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।
সংস্থাটির তথ্যানুযায়ী, বিশ্বজুড়ে করোনায় এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৪ লাখ ৮০ হাজার ৯৫ জন। আক্রান্ত হয়েছেন ৯৩ লাখ ৬৯ হাজার ২২৭ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ৫০ লাখ ৬০ হাজার ৬০০ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ৫ হাজার ৪৬৫ জন। নতুন শনাক্ত হয়েছেন ১ লাখ ৬২ হাজার ৯৯৪ জন।
চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। আক্রান্ত ও মৃত্যু উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ২৪ লাখ ২৪ হাজার ১৬৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ২৩ হাজার ৪৭০ জনের।
মৃতের হিসাবে তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে ল্যাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ৫২ হাজার ৭৭১ জনের। আর আক্রান্ত হয়েছেন ১১ লাখ ৫১ হাজার ৪৭৯ জন।
তৃতীয় স্থানে এবং ইউরোপের শীর্ষে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ৪২ হাজার ৯২৭ জন। মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৬ হাজার ২১০ জন।
এছাড়া ইতালিতে করোনায় মৃতের সংখ্যা ৩৪ হাজার ৬৭৫ জনে দাঁড়িয়েছে। আর মোট আক্রান্ত হয়েছে ২ লাখ ৩৮ হাজার ৮৩৩ জন। ফ্রান্সে করোনায় ২৯ হাজার ৭২০ জনের মৃত্যু ও ১ লাখ ৬১ হাজার ২৬৭ জন আক্রান্ত হয়েছেন।