করোনাভাইরাসের আতঙ্ক ছড়াচ্ছে যুক্তরাষ্ট্র : দাবি চীনের
করোনাভাইরাস নিয়ে গোটা বিশ্বে আতঙ্ক ছড়ানোর জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করছে চীন সরকার। করোনাভাইরাস মোকাবিলায় গত শুক্রবার যুক্তরাষ্ট্র জরুরি জনস্বাস্থ্য সতর্কতা জারির পর ওয়াশিংটনের বিরুদ্ধে এমন অভিযোগ করল বেইজিং।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, করোনাভাইরাস মোকাবিলায় যুক্তরাষ্ট্র দেশটিতে জরুরি জনস্বাস্থ্য সতর্কতা জারি ও বিদেশি পর্যটকদের, যারা সম্প্রতি চীন ভ্রমণ করেছে, যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞা জারির পর দেশটির বিরুদ্ধে এই অভিযোগ করেছে চীন।
জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করে যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে, বিগত দুই সপ্তাহে যেসব বিদেশি চীন ভ্রমণ করেছেন তাদেরকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হবে না।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিয়াং বলেন, মার্কিন এই পদক্ষেপ শুধু আতঙ্ক তৈরি করেছে ও বিশ্বব্যাপী তা ছড়িয়ে দিয়েছে।
করোনাভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬১ জনে। এ ছাড়া আজ সোমবার শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ১৭ হাজার ২০০ জন আক্রান্ত হয়েছেন। প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্তের আশঙ্কায় পর্যবেক্ষণে রয়েছেন দেড় লাখের বেশি মানুষ।
মৃত ও আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি ভাইরাসটির উৎপত্তিস্থল হিসেবে পরিচিত হুবেই প্রদশের উহান শহরে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে।